চীনা এক কোম্পানির কর্মীদের ফিটনেসের ব্যাপারে নজর বড় কড়া। এর প্রমাণ তাদের এক ঘোষণা। যেখানে জানানো হয়েছে কোন কর্মী কতটুকু দৌড়াবেন তাঁর ভিত্তিতে দেওয়া হবে বার্ষিক এক বোনাস। সর্বোচ্চ বোনাস পেতে হলে দিনে দুই মাইল করে দৌড়াতে হবে কর্মীদের।
চীনের গুয়াংডংয়ের এই প্রতিষ্ঠানের নাম গুয়াংডং ডংপো পেপারস। তাঁরা চেয়েছে তাদের কর্মীরা বোনাসের জন্য দৌড়াবে। আর সেটি আক্ষরিক অর্থেই। কাগজ কোম্পানিটির চেয়ারম্যান লিন জিয়ং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানের কর্মীরা কেমন বোনাস পাবেন তা নির্ধারিত হবে প্রতি মাসে কতটুকু দূরত্ব দৌড়েচ্ছেন তার ওপর। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে।
মাসিক বেতনের সর্বোচ্চ একশ ত্রিশ শতাংশ বার্ষিক বোনাস পেতে হলে মাসে দৌড়াতে হবে ৬২ মাইল। বেতনের সমান বোনাস পাবেন সে সব কর্মী যারা প্রতি মাসে ৩১ মাইল দৌড়াবেন।
টানা ছয় মাস ধরে এভাবে ৩১ মাইল করে যারা দৌড়াতে পারবেন তারা এক জোড়া রানিং সু পাবেন বিনা মূল্যে। আর যেসব কর্মী মাসে কেবল ১৯ মাইল দৌড়াতে পারবেন তাঁরা মাসিক বেতনের মোটে ৩০ শতাংশ বোনাস পাবেন।
‘আমার কর্মচারীরা সুস্থ থাকলেই আমার ব্যবসা টিকতে পারে।’ বলেন লিন।
চীনা সংবাদমাধ্যম গুয়াংজু ডেইলির প্রতিবেদন অনুসারে, কোম্পানির কর্মীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলে মনে হচ্ছে। পেপার কোম্পানির বর্তমানে প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, ‘শুধুমাত্র ফিট থাকার বিষয়ই নয়, আমরা এর জন্য অর্থও পাচ্ছি। এটি এক ঢিলে দুটি পাখি মারার মতো ব্যাপার।’
এই উদ্যোগটি নিয়ে অবশ্য চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে উপহাস করেছেন ব্যবহারকারীরা।
‘আপনাকে মাসিক ৬২ মাইলের লক্ষ্য পূরণের জন্য দিনে দুই মাইল দৌড়াতে হবে। কোম্পানিটি কি তাদের কর্মীদের অ্যাথলেট বানাতে চাচ্ছে?’ এক ব্যক্তি উইবোতে লিখেছেন।
কেউ কেউ আবার ভাবছেন কর্মচারীরা তাদের বোনাস পাওয়ার জন্য আঘাত পাওয়ার ঝুঁকি নিচ্ছেন।
‘এটি এমনকি খেলাধুলা সংশ্লিষ্ট স্কুলগুলোর ছাত্রদের জন্যও অতিরিক্ত বলে মনে হচ্ছে। এটি তাদের হাঁটুতে আঘাত পাওয়ার কারণ হতে পারে। বয়স এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করে, এটি হার্টে সমস্যারও কারণ হতে পারে।’ অন্য একজন ওয়েইবোতে মন্তব্য করেন।
অন্যরা আবার ভাবছেন লিনের বিচিত্র এই সিদ্ধান্ত তাঁর কোম্পানির সর্বনাশ ডেকে আনবে।
‘সবাই, দয়া করে এই কোম্পানির ভবিষ্যতের দিকে নজর রাখুন। আমার ধারণা আগামী পাঁচ বছরের মধ্যে এটি ধ্বংস হয়ে যাবে।’ মন্তব্য করেন অপর এক ওয়েইবো ব্যবহারকারী।
চীনা এক কোম্পানির কর্মীদের ফিটনেসের ব্যাপারে নজর বড় কড়া। এর প্রমাণ তাদের এক ঘোষণা। যেখানে জানানো হয়েছে কোন কর্মী কতটুকু দৌড়াবেন তাঁর ভিত্তিতে দেওয়া হবে বার্ষিক এক বোনাস। সর্বোচ্চ বোনাস পেতে হলে দিনে দুই মাইল করে দৌড়াতে হবে কর্মীদের।
চীনের গুয়াংডংয়ের এই প্রতিষ্ঠানের নাম গুয়াংডং ডংপো পেপারস। তাঁরা চেয়েছে তাদের কর্মীরা বোনাসের জন্য দৌড়াবে। আর সেটি আক্ষরিক অর্থেই। কাগজ কোম্পানিটির চেয়ারম্যান লিন জিয়ং ডিসেম্বরের প্রথম সপ্তাহে গণমাধ্যমকে জানান, প্রতিষ্ঠানের কর্মীরা কেমন বোনাস পাবেন তা নির্ধারিত হবে প্রতি মাসে কতটুকু দূরত্ব দৌড়েচ্ছেন তার ওপর। এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদ মাধ্যম বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে।
মাসিক বেতনের সর্বোচ্চ একশ ত্রিশ শতাংশ বার্ষিক বোনাস পেতে হলে মাসে দৌড়াতে হবে ৬২ মাইল। বেতনের সমান বোনাস পাবেন সে সব কর্মী যারা প্রতি মাসে ৩১ মাইল দৌড়াবেন।
টানা ছয় মাস ধরে এভাবে ৩১ মাইল করে যারা দৌড়াতে পারবেন তারা এক জোড়া রানিং সু পাবেন বিনা মূল্যে। আর যেসব কর্মী মাসে কেবল ১৯ মাইল দৌড়াতে পারবেন তাঁরা মাসিক বেতনের মোটে ৩০ শতাংশ বোনাস পাবেন।
‘আমার কর্মচারীরা সুস্থ থাকলেই আমার ব্যবসা টিকতে পারে।’ বলেন লিন।
চীনা সংবাদমাধ্যম গুয়াংজু ডেইলির প্রতিবেদন অনুসারে, কোম্পানির কর্মীরা এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বলে মনে হচ্ছে। পেপার কোম্পানির বর্তমানে প্রায় ১০০ জন কর্মকর্তা-কর্মচারী রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মচারী বলেন, ‘শুধুমাত্র ফিট থাকার বিষয়ই নয়, আমরা এর জন্য অর্থও পাচ্ছি। এটি এক ঢিলে দুটি পাখি মারার মতো ব্যাপার।’
এই উদ্যোগটি নিয়ে অবশ্য চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে উপহাস করেছেন ব্যবহারকারীরা।
‘আপনাকে মাসিক ৬২ মাইলের লক্ষ্য পূরণের জন্য দিনে দুই মাইল দৌড়াতে হবে। কোম্পানিটি কি তাদের কর্মীদের অ্যাথলেট বানাতে চাচ্ছে?’ এক ব্যক্তি উইবোতে লিখেছেন।
কেউ কেউ আবার ভাবছেন কর্মচারীরা তাদের বোনাস পাওয়ার জন্য আঘাত পাওয়ার ঝুঁকি নিচ্ছেন।
‘এটি এমনকি খেলাধুলা সংশ্লিষ্ট স্কুলগুলোর ছাত্রদের জন্যও অতিরিক্ত বলে মনে হচ্ছে। এটি তাদের হাঁটুতে আঘাত পাওয়ার কারণ হতে পারে। বয়স এবং শারীরিক অবস্থার ওপর নির্ভর করে, এটি হার্টে সমস্যারও কারণ হতে পারে।’ অন্য একজন ওয়েইবোতে মন্তব্য করেন।
অন্যরা আবার ভাবছেন লিনের বিচিত্র এই সিদ্ধান্ত তাঁর কোম্পানির সর্বনাশ ডেকে আনবে।
‘সবাই, দয়া করে এই কোম্পানির ভবিষ্যতের দিকে নজর রাখুন। আমার ধারণা আগামী পাঁচ বছরের মধ্যে এটি ধ্বংস হয়ে যাবে।’ মন্তব্য করেন অপর এক ওয়েইবো ব্যবহারকারী।
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫