অনলাইন ডেস্ক
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
এই জিনসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কোপার্নি। এই উদ্ভট ডিজাইনের জিনসের দাম মার্কিন ডলারে মাত্র ৪৪০, তবে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় মাত্র ৫৩ হাজার ৪৭৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আদৌ মূলধারায় জায়গা করে নিতে পারবে, নাকি এটি কেবলই এক বিতর্কিত ফ্যাশন স্টান্ট?
কোপার্নির এই এক পায়ের জিনসের ডিজাইনটি বেশ অস্বাভাবিক। হাই ওয়েস্ট (যেসব প্যান্ট কোমর থেকে একটু ওপরে পরতে হয়, এমনকি কখনো কখনো তা নাভি পর্যন্ত উঠে যায়) এই প্যান্টটি একদিকে বিচ শর্টসের মতো দেখতে, অন্যদিকে এক পায়ের বুটকাট সিলুয়েট। ব্র্যান্ডটির মতে, এটি ক্ল্যাসিক ডেনিম স্টাইলকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। তবে এই র্যাডিক্যাল ডিজাইন অনেকের কাছেই হজম করা কঠিন বলে মনে হচ্ছে।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার ক্রিস্টি সারাহ তাঁর ইনস্টাগ্রামে এই জিনসটি পরিধান করে তাঁর অনুভূতি শেয়ার করেছেন। তিনি একে ‘সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিনস’ বলে অভিহিত করেছেন। তাঁর স্বামী ডেসমন্ড জিনসটি দেখেই প্রশ্ন তুলেছেন, ‘এটির এক পা কোথায়?’ এবং মন্তব্য করেছেন, ‘কেউ এটি পরবে না।’
তবে ক্রিস্টি প্রথমে কিছুটা সন্দিহান থাকলেও পরে বলেছেন, ডিজাইনটি যদিও অস্বাভাবিক, তবুও তিনি একেবারে বিরোধী নন। তাঁর মতে, জিনসটি একটু ছোট এবং তাঁর পছন্দের সাইজটি বড় হলে ভালো হতো।
অ্যামি অ্যাওয়ার্ডজয়ী স্টাইলিস্ট কারসন ক্রেসলি, যিনি ‘রুপল’স ড্র্যাগ রেস’ এবং ‘কিউয়ার আই ফর দ্য স্ট্রেইট গাই’—এর জন্য পরিচিত তিনি এই ট্রেন্ড নিয়ে মজা করে বলেছেন, ‘আশা করি এই ট্রেন্ডটি ব্যর্থ হবে এবং এর কোনো ভিত্তি থাকবে না। আমি আশা করি এগুলো সব সময় ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে!’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, ফ্যাশন এক্সপার্টরাও এই উদ্ভট ডিজাইনের প্রতি বিশেষ আস্থা রাখছেন না।
ক্রিস্টির ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই এক পায়ের জিনস নিয়ে তাদের মতামত দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী বলেছেন, ‘এখন পর্যন্ত এটি আমার দেখা সবচেয়ে বোকামিপূর্ণ বস্তু।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিজাইনাররা হতাশ হয়ে পড়ছে। আমি ভেবেছিলাম ইলেকট্রিক্যাল টেপের পোশাকই সবচেয়ে খারাপ।’ আবার কেউ কেউ মজা করে বলেছেন, ‘এগুলো হয়তো কোনো অঙ্গহানি হওয়া কাপড়চোপড়ের বাজারে বিক্রি হবে।’
তবে কোপার্নিই একমাত্র ব্র্যান্ড নয়, যারা এ ধরনের ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গত শরতে বোটেগা ভেনেটা এবং লুই ভিতোঁও একই ধরনের স্টাইল চালু করেছিল। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও, কোপার্নির এক পায়ের জিনসটি বেশ হিট হয়েছে এবং এর স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
ফ্যাশন সব সময়ই বিতর্কের জন্ম দেয়। কখনো তা গ্রহণযোগ্য হয়, কখনো বা নয়। এক পায়ের জিনস নিয়ে বিতর্কও সেই ধারাবাহিকতারই অংশ। এটি কি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি শুধুই একটি উদ্ভট ট্রেন্ড হিসেবেই থেকে যাবে—তা সময়ই বলবে। তবে এ কথা নিশ্চিত, ফ্যাশন জগৎ সব সময়ই আমাদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত!
ফ্যাশন জগৎ সব সময়ই নতুনত্বের খোঁজে থাকে। কখনো ক্ল্যাসিক, কখনো আবার উদ্ভট—ফ্যাশনের এই বিবর্তন যেন থামেই না কখনো। তবে মাঝে মাঝে এমন কিছু ট্রেন্ড সামনে আসে, যা দেখে চোখ কপালে ওঠে যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি করেছে এক পায়ের জিনস। হ্যাঁ, ঠিক শুনেছেন—এক পায়ের জিনস!
এই জিনসটির প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফরাসি বিলাসপণ্য প্রস্তুতকারী ব্র্যান্ড কোপার্নি। এই উদ্ভট ডিজাইনের জিনসের দাম মার্কিন ডলারে মাত্র ৪৪০, তবে বাংলাদেশি টাকায় এর দাম দাঁড়ায় মাত্র ৫৩ হাজার ৪৭৬ টাকা। কিন্তু প্রশ্ন হলো, এই ট্রেন্ড কি আদৌ মূলধারায় জায়গা করে নিতে পারবে, নাকি এটি কেবলই এক বিতর্কিত ফ্যাশন স্টান্ট?
কোপার্নির এই এক পায়ের জিনসের ডিজাইনটি বেশ অস্বাভাবিক। হাই ওয়েস্ট (যেসব প্যান্ট কোমর থেকে একটু ওপরে পরতে হয়, এমনকি কখনো কখনো তা নাভি পর্যন্ত উঠে যায়) এই প্যান্টটি একদিকে বিচ শর্টসের মতো দেখতে, অন্যদিকে এক পায়ের বুটকাট সিলুয়েট। ব্র্যান্ডটির মতে, এটি ক্ল্যাসিক ডেনিম স্টাইলকে সম্পূর্ণ নতুন মাত্রায় নিয়ে গেছে। তবে এই র্যাডিক্যাল ডিজাইন অনেকের কাছেই হজম করা কঠিন বলে মনে হচ্ছে।
ফ্যাশন ইনফ্লুয়েন্সার ক্রিস্টি সারাহ তাঁর ইনস্টাগ্রামে এই জিনসটি পরিধান করে তাঁর অনুভূতি শেয়ার করেছেন। তিনি একে ‘সম্ভবত ইন্টারনেটে সবচেয়ে বিতর্কিত জিনস’ বলে অভিহিত করেছেন। তাঁর স্বামী ডেসমন্ড জিনসটি দেখেই প্রশ্ন তুলেছেন, ‘এটির এক পা কোথায়?’ এবং মন্তব্য করেছেন, ‘কেউ এটি পরবে না।’
তবে ক্রিস্টি প্রথমে কিছুটা সন্দিহান থাকলেও পরে বলেছেন, ডিজাইনটি যদিও অস্বাভাবিক, তবুও তিনি একেবারে বিরোধী নন। তাঁর মতে, জিনসটি একটু ছোট এবং তাঁর পছন্দের সাইজটি বড় হলে ভালো হতো।
অ্যামি অ্যাওয়ার্ডজয়ী স্টাইলিস্ট কারসন ক্রেসলি, যিনি ‘রুপল’স ড্র্যাগ রেস’ এবং ‘কিউয়ার আই ফর দ্য স্ট্রেইট গাই’—এর জন্য পরিচিত তিনি এই ট্রেন্ড নিয়ে মজা করে বলেছেন, ‘আশা করি এই ট্রেন্ডটি ব্যর্থ হবে এবং এর কোনো ভিত্তি থাকবে না। আমি আশা করি এগুলো সব সময় ৫০ শতাংশ ছাড়ে বিক্রি হবে!’ তাঁর এই মন্তব্যে স্পষ্ট যে, ফ্যাশন এক্সপার্টরাও এই উদ্ভট ডিজাইনের প্রতি বিশেষ আস্থা রাখছেন না।
ক্রিস্টির ভিডিওটি ভাইরাল হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা এই এক পায়ের জিনস নিয়ে তাদের মতামত দিতে ছাড়েননি। এক ব্যবহারকারী বলেছেন, ‘এখন পর্যন্ত এটি আমার দেখা সবচেয়ে বোকামিপূর্ণ বস্তু।’
অন্য এক ব্যবহারকারী লিখেছেন, ‘ডিজাইনাররা হতাশ হয়ে পড়ছে। আমি ভেবেছিলাম ইলেকট্রিক্যাল টেপের পোশাকই সবচেয়ে খারাপ।’ আবার কেউ কেউ মজা করে বলেছেন, ‘এগুলো হয়তো কোনো অঙ্গহানি হওয়া কাপড়চোপড়ের বাজারে বিক্রি হবে।’
তবে কোপার্নিই একমাত্র ব্র্যান্ড নয়, যারা এ ধরনের ডিজাইন নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে। গত শরতে বোটেগা ভেনেটা এবং লুই ভিতোঁও একই ধরনের স্টাইল চালু করেছিল। তবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা সত্ত্বেও, কোপার্নির এক পায়ের জিনসটি বেশ হিট হয়েছে এবং এর স্টক ইতিমধ্যেই শেষ হয়ে গেছে।
ফ্যাশন সব সময়ই বিতর্কের জন্ম দেয়। কখনো তা গ্রহণযোগ্য হয়, কখনো বা নয়। এক পায়ের জিনস নিয়ে বিতর্কও সেই ধারাবাহিকতারই অংশ। এটি কি ফ্যাশনের নতুন দিগন্ত উন্মোচন করবে, নাকি শুধুই একটি উদ্ভট ট্রেন্ড হিসেবেই থেকে যাবে—তা সময়ই বলবে। তবে এ কথা নিশ্চিত, ফ্যাশন জগৎ সব সময়ই আমাদের চমকে দেওয়ার জন্য প্রস্তুত!
এক টুকরো টোস্টে যিশুর অবয়ব দেখার কথা হয়তো শুনেছেন, কিন্তু একটি চিটো বা চিপস যদি দেখতে হয় জনপ্রিয় কার্টুন পোকেমন চরিত্রের মতো? সম্প্রতি চারিজার্ডের আকৃতির একটি ফ্লেমিন হট চিটো নিলামে ৮৭ হাজার ৮৪০ ডলারে বিক্রি হয়েছে, যা সংগ্রহশালার দুনিয়ায় আলোড়ন তুলেছে।
১ দিন আগেএক বছর ধরেই যুক্তরাষ্ট্রে ঊর্ধ্বমুখী ডিমের বাজার। বর্তমানে প্রতি ডজন ডিম কিনতে গুনতে হচ্ছে ৪ দশমিক ৯৫ ডলার; যা ২০২৪–এর ডিসেম্বরের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেশি। এমন পরিস্থিতিতে অতিরিক্ত পয়সা খরচ না করে ডিমের জোগান ঠিক রাখতে মুরগি পালনের দিকে ঝুঁকছেন অনেক মার্কিন।
৫ দিন আগেদক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ ব্যান্ড বিটিএসের সদস্য জিনকে (কিম সক-জিন) জনসমক্ষে চুম্বন করে পুলিশি তদন্তের মুখে পড়েছেন এক জাপানি নারী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছরের জুনে সিউলে একটি ফ্যান ইভেন্টে এ ঘটনা ঘটে। সেখানে জিন বিটিএসের ১ হাজার ভক্তকে আলিঙ্গন করেন। তবে ওই জাপানি..
৯ দিন আগেইংল্যান্ডের অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেস। বিশ্ব ঐতিহ্যের অংশ এই প্রাসাদটিতে ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের জন্ম হয়েছিল। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে এই প্রাসাদে ইতালির শিল্পী মরিজিও কাত্তেলানের শিল্পকর্ম প্রদর্শনী আয়োজিত হয়। এই প্রদর্শনীতে দেখানোর জন্য কাত্তেলানের তৈরি ১৮...
১৩ দিন আগে