দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
দাতব্য তহবিল সংগ্রহে অভিনব এক নিলামের আয়োজন করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বিশেষ নম্বরের যানবাহনের রেজিস্ট্রেশন প্লেট আর মোবাইল নম্বর তোলা হবে নিলামে। এসব নম্বরকে বলা হচ্ছে ‘মোস্ট নোবল নাম্বার’।
আজ বুধবার সংযুক্ত আরব আমিরাত–ভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এ তথ্য জানিয়েছে। আবুধাবিতে গতকাল মঙ্গলবার বিশেষ এই নিলাম শুরু হয়েছে, যা শেষ হবে আগামী সোমবার (১৭ মার্চ)।
সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইনের তহবিল সংগ্রহের জন্য এই নিলামের আয়োজন করেছেন। আবুধাবি পৌরসভা ও পরিবহন বিভাগের অধীনস্থ ইন্টিগ্রেটেড সেন্টার পরিচালনা করবে এই নিলাম। এতে ৪৪৪টি বিশেষ নম্বর প্লেট নিলামে তোলা হবে, যার মধ্যে থাকবে ১০,৯৯, ৫–এর মতো বহুল চাহিদাসম্পন্ন নম্বর।
বিশেষ এই নিলাম অনুষ্ঠিত হবে অনলাইনে। ‘এমিরেটস অকশন’ নামের একটি অ্যাপের মাধ্যমে অংশ নেওয়া যাবে নিলামে।
আগামী শনিবার (১৫ মার্চ) দুবাইতেও অনুষ্ঠিত হবে নিলামটি। দুবাইয়ে এই নিলামের আয়োজনে সহযোগিতা করবে দুবাই সরকারি নিয়ন্ত্রক সংস্থা রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট (আরটিএ), মোবাইল সিম কোম্পানি ‘এতিসালাত বাই ই অ্যান্ড’ এবং ‘ডিইউ’। এতে তোলা হবে ২৫টি বিশেষ নম্বর, যার মধ্যে ৫টি গাড়ির নম্বর প্লেট, ‘ডিইউ’–এর ১০টি এবং ‘এতিসালাত বাই ই অ্যান্ড’–এর ১০টি মোবাইল নম্বর। আবুধাবির নিলামটি অনলাইনে হলেও দুবাইয়ের নিলামটি বিখ্যাত বুর্জ খলিফায় আয়োজন করা হয়েছে।
‘মোস্ট নোবল নম্বর’ শীর্ষক এই নিলামে শৌখিন নম্বর কিনতে মূলত হাইপ্রোফাইল ব্যক্তি এবং ব্যবসায়ীরা অংশ নেবেন। আমিরাত সরকারের অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ মোহাম্মদ বিন রাশিদ গ্লোবাল ইনিশিয়েটিভস–এর আওতায় দুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন। মূলত সরকারের স্বাস্থ্য প্রকল্পসহ অন্যান্য মানবিক কার্যক্রমে ব্যয় করা হয় এ তহবিলের অর্থ।
মূলত সংযুক্ত আরব আমিরাতের শাসকদের পূর্বপুরুষদের সম্মানে তৈরি করা হয়েছে বিশেষ এই তহবিল, যে কারণে একে ফাদার্স এন্ডাওমেন্ট ক্যাম্পেইন বলা হয়। এখন পর্যন্ত এই ক্যাম্পেইনের আওতায় তহবিল সংগৃহীত হয়েছে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি মার্কিন ডলার।
ভারতের তেলেঙ্গানার হায়দরাবাদের গাচিবৌলি এলাকায় গাঁজা সরবরাহকারী একটি চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে অদ্ভুত ঘটনার মুখোমুখি হয়েছেন মাদকবিরোধী কর্মকর্তারা। সম্প্রতি এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্টের (ইগল) অভিযানে তাঁরা দেখতে পান, এক দম্পতি তাঁদের চার বছরের শিশুকে নিয়ে এসেছেন গাঁজা...
১৯ ঘণ্টা আগেদিল্লির সুলতানপুরে গত ১৯ জুন ২৫ বছর বয়সী এক যুবক অফিস থেকে বাড়ি ফেরার পথে দুই মোটরসাইকেল আরোহী তাঁর মোবাইল ফোন ছিনতাই করে। তখন ওই যুবক ভেবেছিলেন, এটা হয়তো দুর্ভাগ্য ছাড়া কিছু না। কিন্তু ১৫ দিন পর পুলিশ ছিনতাই হওয়া ফোনটি উদ্ধার করে। একই সঙ্গে, যে ছিনতাইয়ের পুরো ঘটনাটি সাজিয়েছিলেন, তাঁকেও শনাক্ত করে।
৩ দিন আগেশুধু মানুষই নয়, শিম্পাঞ্জিরাও ফ্যাশন ট্রেন্ড অনুসরণ করে—সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে এমন চমকপ্রদ তথ্য। আফ্রিকার জাম্বিয়ায় অবস্থিত চিমফুনশি ওয়াইল্ডলাইফ অরফানেজ ট্রাস্টের শিম্পাঞ্জিদের দুটি দলের মধ্যে বর্তমানে চলছে কানে কাঠি বা ঘাস গুঁজে রাখার ট্রেন্ড।
৪ দিন আগেজাপানি এক নারী হাসপাতালে গিয়েছিলেন জরায়ুর সমস্যা সমাধানে। চিকিৎসকেরা বললেন, তেমন কিছু না, লেজার সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সব আনুষ্ঠানিকতা সেরে তিনি নিশ্চিন্তে অপারেশন টেবিলে শুয়ে পড়লেন। কিন্তু কে জানত, এই সার্জারিই তাঁর জীবনের সবচেয়ে ‘জ্বলন্ত’ অভিজ্ঞতা হয়ে উঠবে!
৫ দিন আগে