অনলাইন ডেস্ক
স্কটিশ এক নারী ২৫ বছর ধরে খেঁকশিয়ালের একটি পরিবারের সদস্যদের খাবার খাওয়ান। তিনি ডাক দিলেই জঙ্গলে নিজেদের গুহার আবাস থেকে তাঁর বাগানে চলে আসে শিয়ালগুলো। মজার ঘটনা, এই খেঁকশিয়ালদের খাদ্যতালিকায় থাকে সসেজ রোল, পিৎজাসহ চীনা রেস্তোরাঁর নানা ধরনের খাবার।
স্কটল্যান্ডের সাউথ ল্যাংকাশায়ারের ইস্ট কিলব্রাইডে শ্যারন হিউজ নামের এই নারীর বাস। নিজের বাগানে শিয়ালগুলোকে সসেজ রোল খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো সাড়া পড়ে গেছে শ্যারন ও তাঁর শিয়ালগুলোকে নিয়ে। ইন্টারনেট ও টিকটক মিলিয়ে ৯ কোটি বার দেখা হয়েছে শিয়ালকে নিয়ে করা ভিডিওগুলো। শ্যারনের কাছে খাবার খেতে আসা শিয়ালের সংখ্যা এখন আট, আর এগুলো একই পরিবারের সদস্য।
৫৬ বছর বয়স্ক শ্যারন বলেন, ‘শিয়ালদের চতুর্থ প্রজন্মে প্রবেশ করেছি আমরা এখন। তাদের পরদাদা-দাদিকে খাওয়ানোর কথা মনে পড়ে আমার।’
ঘটনার শুরু ২৫ বছর আগে। তখন এক জোড়া খেঁকশিয়াল শ্যারনদের বাগানে হাজির হয়। এদের খাওয়ার জন্য কিছু একটা ছুড়ে দিতেন তিনি। আরও কিছু পাওয়ার জন্য পরদিন আবার ফিরে আসে। এভাবেই ধীরে ধীরে শিয়ালদের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। শ্যারন ২০২০ সালে তাঁর স্বামী বিলকে হারান। ৫৭ বছর বয়সে ক্যানসারে মারা যান বিল।
‘শিয়ালকে খাবার খাওয়ানোর ভিডিও আমি শেয়ার করতে শুরু করি এক বছর আগে থেকে। এখন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন। শিয়ালেরা যখন হাজির হয়, একটুখানি খাবারেরও বিনে ঠাঁই হবে না এটি নিশ্চিত।’ বলেন তিনি।
শিয়ালদের খাবারের মধ্যে আছে পরিবারের সদস্যদের খাওয়ার পর রয়ে যাওয়া পিৎজা, ডিম, চীনা রেস্তোরাঁর খাবার আর মুরগির রান। বছরে কেবল দুই মাস প্রিয় শিয়ালগুলোর দেখা পান না শ্যারন, সেটা তাদের মেটিং বা মিলনের সময়।
শ্যারন আরও বলেন, ‘ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট মিলিয়ে খেঁকশিয়ালগুলোর এখন ১ লাখ ৪০ হাজার অনুসারী। এদের নিয়ে আমার পোস্টগুলো মোটের ওপর দেখা হয়েছে ৯ কোটি বারের বেশি, লাইক পড়েছে ১ কোটির বেশি। কখনোই ভাবি না আমার শিয়ালেরা এত মানুষকে আগ্রহী করে তুলবে। এটি আমার জন্য দারুণ একটি বিষয়।’
নিয়ম করে প্রতিদিন সকালে শিয়ালগুলোকে সসেজ, সসেজ রোলসহ বিভিন্ন খাবার খেতে দেন শ্যারন। খাবার খাওয়ানোর পাশাপাশি এদের চিকিৎসার কোনো প্রয়োজন আছে কি না, সেদিকেও কড়া নজর থাকে এই নারীর। একটি গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর এরশায়ার নামের একটি শিয়ালকে বন্যপ্রাণীর একটি অভয়ারণ্যে নিয়ে যান। যদিও এটাকে বাঁচানো সম্ভব হয়নি। যদি দেখেন কোনো জন্তু খোঁড়াচ্ছে কিংবা যন্ত্রণায় কাতরাচ্ছে,তখন দ্রুত ব্যাবস্থা নেন শ্যারন। প্রয়োজন হলে এদের সসেজের মধ্যে বিশেষ ধরনের ব্যথানাশক দিয়ে দেন।
কোনো কারণে শ্যারন দূরে থাকলে তাঁর প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা নিশ্চিত করেন শিয়ালদের প্রতিদিনের খাবার পাওয়ার নিয়মের যেন কোনো ব্যতিক্রম না হয়।
আটটি খেঁকশিয়ালের সবগুলোর নাম আছে, আর এগুলোকে নাম ধরে ডাকলে সারা দেয়। টুইস্টেড, লিটল টেড, চার্লস ও ডাইসন এদের কয়েকটির নাম।
শিয়ালগুলোর নাম কীভাবে রাখা হয়েছে সেই উদাহরণ টেনে শ্যারন বলেন, ‘একটাকে ডাইসন (একধরনের ভ্যাকুয়াম ক্লিনার) নামে ডাকা হয়, কারণ যাই থাকে মেঝেতে ভ্যাকুয়াম ক্লিনারের মতো তুলে ফেলে। টুইস্টি এমন নাম পেয়েছে, কারণ তার মাথাটা এক দিকে একটু কাত হওয়া। তবে একজন পশু চিকিৎসককে ভিডিও কলে দেখালে তিনি জানান, কোনো সমস্যা নেই ওটার। সম্ভবত বিষয়টি জেনেটিক। চার্লস তার নাম পেয়েছে কারণ অভিষেকের (রাজা তৃতীয় চার্লসের অভিষেক) দিন প্রথম হাজির হয় সে।’
শ্যারন জানান, খেঁকশিয়ালগুলো খুব বন্ধুভাবাপন্ন। কাছের জঙ্গলেই নিজেদের গর্তে প্রাণীগুলোর বাস। শ্যারন চিৎকার করে তাদের ডাকলেই খেতে তাঁর বাগানে হাজির হয় এরা।
শ্যারনের তিনটি বিড়াল আর একটি কুকুর আছে। তবে এদের সঙ্গে শিয়ালগুলোর ঝামেলা বাধে না। তিনি জানান, শিয়ালেরা এতই অনুগত যে খাবারের জন্য কখনো কখনো বাড়ির পেছনের দরজা পর্যন্ত চলে আসে।
সূত্র: মিরর, অডিটি সেন্ট্রাল, বোরড পান্ডা
স্কটিশ এক নারী ২৫ বছর ধরে খেঁকশিয়ালের একটি পরিবারের সদস্যদের খাবার খাওয়ান। তিনি ডাক দিলেই জঙ্গলে নিজেদের গুহার আবাস থেকে তাঁর বাগানে চলে আসে শিয়ালগুলো। মজার ঘটনা, এই খেঁকশিয়ালদের খাদ্যতালিকায় থাকে সসেজ রোল, পিৎজাসহ চীনা রেস্তোরাঁর নানা ধরনের খাবার।
স্কটল্যান্ডের সাউথ ল্যাংকাশায়ারের ইস্ট কিলব্রাইডে শ্যারন হিউজ নামের এই নারীর বাস। নিজের বাগানে শিয়ালগুলোকে সসেজ রোল খাওয়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়ার পর ইন্টারনেট দুনিয়ায় রীতিমতো সাড়া পড়ে গেছে শ্যারন ও তাঁর শিয়ালগুলোকে নিয়ে। ইন্টারনেট ও টিকটক মিলিয়ে ৯ কোটি বার দেখা হয়েছে শিয়ালকে নিয়ে করা ভিডিওগুলো। শ্যারনের কাছে খাবার খেতে আসা শিয়ালের সংখ্যা এখন আট, আর এগুলো একই পরিবারের সদস্য।
৫৬ বছর বয়স্ক শ্যারন বলেন, ‘শিয়ালদের চতুর্থ প্রজন্মে প্রবেশ করেছি আমরা এখন। তাদের পরদাদা-দাদিকে খাওয়ানোর কথা মনে পড়ে আমার।’
ঘটনার শুরু ২৫ বছর আগে। তখন এক জোড়া খেঁকশিয়াল শ্যারনদের বাগানে হাজির হয়। এদের খাওয়ার জন্য কিছু একটা ছুড়ে দিতেন তিনি। আরও কিছু পাওয়ার জন্য পরদিন আবার ফিরে আসে। এভাবেই ধীরে ধীরে শিয়ালদের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। শ্যারন ২০২০ সালে তাঁর স্বামী বিলকে হারান। ৫৭ বছর বয়সে ক্যানসারে মারা যান বিল।
‘শিয়ালকে খাবার খাওয়ানোর ভিডিও আমি শেয়ার করতে শুরু করি এক বছর আগে থেকে। এখন পৃথিবীর নানা প্রান্ত থেকে মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন। শিয়ালেরা যখন হাজির হয়, একটুখানি খাবারেরও বিনে ঠাঁই হবে না এটি নিশ্চিত।’ বলেন তিনি।
শিয়ালদের খাবারের মধ্যে আছে পরিবারের সদস্যদের খাওয়ার পর রয়ে যাওয়া পিৎজা, ডিম, চীনা রেস্তোরাঁর খাবার আর মুরগির রান। বছরে কেবল দুই মাস প্রিয় শিয়ালগুলোর দেখা পান না শ্যারন, সেটা তাদের মেটিং বা মিলনের সময়।
শ্যারন আরও বলেন, ‘ইনস্টাগ্রাম ও টিকটক অ্যাকাউন্ট মিলিয়ে খেঁকশিয়ালগুলোর এখন ১ লাখ ৪০ হাজার অনুসারী। এদের নিয়ে আমার পোস্টগুলো মোটের ওপর দেখা হয়েছে ৯ কোটি বারের বেশি, লাইক পড়েছে ১ কোটির বেশি। কখনোই ভাবি না আমার শিয়ালেরা এত মানুষকে আগ্রহী করে তুলবে। এটি আমার জন্য দারুণ একটি বিষয়।’
নিয়ম করে প্রতিদিন সকালে শিয়ালগুলোকে সসেজ, সসেজ রোলসহ বিভিন্ন খাবার খেতে দেন শ্যারন। খাবার খাওয়ানোর পাশাপাশি এদের চিকিৎসার কোনো প্রয়োজন আছে কি না, সেদিকেও কড়া নজর থাকে এই নারীর। একটি গাড়ির ধাক্কায় আহত হওয়ার পর এরশায়ার নামের একটি শিয়ালকে বন্যপ্রাণীর একটি অভয়ারণ্যে নিয়ে যান। যদিও এটাকে বাঁচানো সম্ভব হয়নি। যদি দেখেন কোনো জন্তু খোঁড়াচ্ছে কিংবা যন্ত্রণায় কাতরাচ্ছে,তখন দ্রুত ব্যাবস্থা নেন শ্যারন। প্রয়োজন হলে এদের সসেজের মধ্যে বিশেষ ধরনের ব্যথানাশক দিয়ে দেন।
কোনো কারণে শ্যারন দূরে থাকলে তাঁর প্রতিবেশীরা এগিয়ে আসেন। তাঁরা নিশ্চিত করেন শিয়ালদের প্রতিদিনের খাবার পাওয়ার নিয়মের যেন কোনো ব্যতিক্রম না হয়।
আটটি খেঁকশিয়ালের সবগুলোর নাম আছে, আর এগুলোকে নাম ধরে ডাকলে সারা দেয়। টুইস্টেড, লিটল টেড, চার্লস ও ডাইসন এদের কয়েকটির নাম।
শিয়ালগুলোর নাম কীভাবে রাখা হয়েছে সেই উদাহরণ টেনে শ্যারন বলেন, ‘একটাকে ডাইসন (একধরনের ভ্যাকুয়াম ক্লিনার) নামে ডাকা হয়, কারণ যাই থাকে মেঝেতে ভ্যাকুয়াম ক্লিনারের মতো তুলে ফেলে। টুইস্টি এমন নাম পেয়েছে, কারণ তার মাথাটা এক দিকে একটু কাত হওয়া। তবে একজন পশু চিকিৎসককে ভিডিও কলে দেখালে তিনি জানান, কোনো সমস্যা নেই ওটার। সম্ভবত বিষয়টি জেনেটিক। চার্লস তার নাম পেয়েছে কারণ অভিষেকের (রাজা তৃতীয় চার্লসের অভিষেক) দিন প্রথম হাজির হয় সে।’
শ্যারন জানান, খেঁকশিয়ালগুলো খুব বন্ধুভাবাপন্ন। কাছের জঙ্গলেই নিজেদের গর্তে প্রাণীগুলোর বাস। শ্যারন চিৎকার করে তাদের ডাকলেই খেতে তাঁর বাগানে হাজির হয় এরা।
শ্যারনের তিনটি বিড়াল আর একটি কুকুর আছে। তবে এদের সঙ্গে শিয়ালগুলোর ঝামেলা বাধে না। তিনি জানান, শিয়ালেরা এতই অনুগত যে খাবারের জন্য কখনো কখনো বাড়ির পেছনের দরজা পর্যন্ত চলে আসে।
সূত্র: মিরর, অডিটি সেন্ট্রাল, বোরড পান্ডা
জার্মানির একজন অ্যারোস্পেস প্রকৌশলী টানা ১২০ দিন পানির নিচে কাটিয়ে বিশ্ব রেকর্ড গড়েছেন। পানামার উপকূলে একটি ডুবো ক্যাপসুলের ভেতরে ভূপৃষ্ঠ থেকে ১১ মিটার নিচে ছিলেন তিনি। এই সময় কৃত্রিমভাবে চাপ কমানোর কোনো কৌশলও ব্যবহার করেননি তিনি।
৬ দিন আগেঅস্ট্রেলিয়ার সিডনির একটি গ্রিনহাউস। বাইরে দাঁড়িয়ে শতাধিক মানুষ। এই মানুষগুলো দাঁড়িয়ে আছেন মূলত এমন একটি বিরল ও বিপন্ন উদ্ভিদের ফুলের ঘ্রাণ নেওয়ার জন্য। এই গন্ধ অনেকটাই পচা মাংসের মতো বা ঘামে স্যাঁতসেঁতে মোজা কিংবা পচা আবর্জনার মতোও মনে হয়...
৭ দিন আগেওনলিফ্যানস মডেল বনি ব্লু’র চাঞ্চল্যকর দাবি ইন্টারনেটে আলোচনার ঝড় তুলেছে। ২৫ বছর বয়সী এই কনটেন্ট ক্রিয়েটর জানিয়েছেন, তিনি ১২ ঘণ্টায় ১ হাজার ৫৭ জন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন।
১৭ দিন আগেযুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বসবাসকারী এক নারী সম্প্রতি ৫০ হাজার ডলারের একটি লটারি জিতেছেন। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৬০ লাখ টাকার বেশি। মজার বিষয় হলো, যে সংখ্যা ব্যবহার করে এই লটারি বিজয়, সেই সংখ্যা স্বপ্নে পেয়েছিলেন ওই নারী!
২১ দিন আগে