অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
অসুস্থ বলে বসের কাছ থেকে ছুটি নিলেন আর ঘুরতে গিয়েই যদি বসের সামনে পড়েন তবে কেমন লাগবে? টিকটকে এমনই এক অভিজ্ঞতার ভিডিও শেয়ার করেছেন অস্ট্রেলিয়ার এক নারী লেইলা সোয়ারেস।
নেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিও থেকে জানা যায়, অসুস্থ বলে অফিস থেকে ছুটি নিয়ে ফ্লাইটে চড়ে বসেন লেইলা সোয়ারেস। কিন্তু হঠাৎ বস অর্থাৎ ম্যানেজারকে ওই ফ্লাইটে দেখে আঁতকে উঠলেন তিনি। টিকটকে শেয়ার করা ভিডিওটি ১ কোটি ১০ লাখ বার দেখা হয়েছে।
স্বাস্থ্য নিয়ে মিথ্যা বলার কারণে বিপদে পড়তে পারেন বলে ভিডিওতে আশঙ্কা প্রকাশ করেন সোয়ারেস। তিনি লিখেছেন, ‘বসকে অসুস্থ বলে ছুটি নিলাম, এখন দেখি তিনি একই ফ্লাইটে!’
ভিডিওতে জেটস্টার ফ্লাইট থেকে যাত্রীদের বের হতে দেখা যায়। এ যাত্রীদের মধ্যে সোয়ারেস একজনের ওপর জুম করেন। ধারণা করা হচ্ছে, তিনিই সোয়ারেসের বস। এরপরই সোয়ারেস ক্যামেরা তাঁর দিকে ঘুরিয়ে ফেলেন। বসের কাছে থেকে নিজেকে লুকানোর জন্য তিনি মুখে মাস্ক, সানগ্লাস ও ক্যাপ পরেছিলেন।
কমেন্ট সেকশনে সোয়ারেস বলেন, ম্যানেজার তাঁকে দেখতে পায়নি কারণ তিনি সামনের দরজা দিয়ে উড়োজাহাজে ঢুকেছিলেন এবং সামনের দরজা দিয়েই বের হয়েছেন আর সোয়ারেস পেছনের দরজা ব্যবহার করেছেন। তবে, পরে তিনি ধরা পরেছিলেন কি না এ নিয়ে কোনো তথ্য প্রকাশ করেনি।
সোয়ারেসের এ ভিডিওতে অনেক ব্যবহারকারীই তাঁদের নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। একজন লিখেছেন, ‘আমার সঙ্গেও এমন হয়েছিল। আমি অসুস্থতার কথা বলে শপিং করতে গিয়েছিলাম। আর বস ঠিক আমার পেছনেই ছিলেন। তিনি আমাকে বলেন ‘‘আপনি কী কিনলেন?’’ আমি সেখানেই জমে গিয়েছিলাম।’
আরেক ব্যবহারকারী বলেন, ‘আমি একবার অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে ক্যাসিনোতে গিয়েছিলাম। গিয়ে দেখি রুলেট মেশিনের ওপাশ থেকে আমার বস আমার দিকে হাত নাড়ছেন।’
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৪ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৬ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৬ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫