Ajker Patrika

বালিশ দিয়ে আঘাতের ফল কারাদণ্ড!

ল-র-ব-য-হ ডেস্ক
বালিশ দিয়ে আঘাতের ফল কারাদণ্ড!

জার্মানিতে রোববার কাজ করা নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা এতটাই কঠোর যে—এই দিনে ঘাস কাটা, পানির ট্যাংক পরিষ্কার বা বোতল রিসাইকেলিংয়ের মতো টুকটাক কাজ করলেও গুনতে হয় জরিমানা। এদিন বিনোদনের জন্য শুধু পর্যটন কেন্দ্র ও রেস্তোরাঁ খোলা থাকে।

দেশটিতে পাবলিক প্লেস, ভবন বা গণপরিবহনে ধূমপান অবৈধ। তবে এসব স্থানে মধ্যপানে কোন বাধা নেই। ২০০৭ সালে অ্যালকোহল পানে এ আইন পাশ করে দেশটি। এরই ধারাবাহিকতায় চেক প্রজাতন্ত্রের পরে ইউরোপের দ্বিতীয় সর্বোচ্চ এলকোহলভোক্তা দেশ হিসেবে জায়গা করে নিয়েছে জার্মানি। দেশটিতে ২০১৭ সালে এ দেশে ২ দশমিক ৫৫ বিলিয়ন গ্যালন বিয়ার বিক্রি হয়েছে, যা ১৯৯০ সালের পরে সর্বনিম্ন।

বাংলাদেশসহ অনেক দেশে বালিশ দিয়ে মারাকে একরকম খুনসুটি হিসেবে ধরা হয়। তবে জার্মানি বালিশকে পরোক্ষ অস্ত্র হিসেবে বিবেচনা করে। বালিশ দিয়ে আঘাত করলে আপনাকে হামলার অভিযোগে জেলেও যেতে হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত