Ajker Patrika

কানের মধ্যে জীবন্ত কাঁকড়া, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ২০: ৩২
Thumbnail image

নেট দুনিয়ায় ভাইরাল এক অদ্ভুত ভিডিও! জলজ্যান্ত কাঁকড়া ঢুকেছে এক নারীর কানের ভেতরে। সমুদ্রে ডুবসাঁতারের সময় কোনোভাবে কানে ঢুকে যায় ছোট্ট কাঁকড়াটি। 

এ ঘটনার ভিডিও টিকটকে শেয়ার করেছেন এক ব্যক্তি। ক্যাপশনে লিখেছেন, ‘পুয়ের্তো রিকোর সান জুয়ানে স্নরকেলিং; বদমাশ কাঁকড়া।’ 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা যায়, লাখো দর্শক দেখেছে ভিডিওটি। শুনতে মজার মনে হলেও দর্শকদের রীতিমতো আতঙ্কিত করেছে ওই ঘটনা। ভিডিওতে দেখে যায়, একজন বারবার কানে ঢুকে পড়া কাঁকড়াটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। সরু চিমটা ব্যবহার করে কান থেকে কাঁকড়াটি বের করে আনার চেষ্টা করতে দেখা যায় তাঁকে। অনেক চেষ্টার পর অবশেষে কাঁকড়াটি কান থেকে বেরিয়ে আসে। 

ভিডিওতে স্পষ্ট যে ওই নারী যথেষ্ট ভয়ের মধ্যে ছিলেন সারাক্ষণ। বিরক্তি আর ভয়ে ‘এটা কি?’ বলে চিৎকার করতে থাকেন তিনি। 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্ট জানায়, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকে ১৩ লাখের বেশি ভিউ হয়েছে ভাইরাল ভিডিওটির। অনেকেই মন্তব্য করেছেন, ‘ঘটনাটি রীতিমতো ভয়ের’, এ ছাড়া দেখার পরে অনেকের পানিতে নামতেও আতঙ্ক দেখা দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত