পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
পালিয়ে এক রেসের হাজির হয় রেলস্টেশনে। ট্রেনে ইতস্তত ঘুরে বেড়ানোতেই থেমে ছিল না তার কাচ। ট্রেনে ওঠার চেষ্টা করতে এবং এক যাত্রীকে তাড়া করতেও দেখা যায় ঘোড়াটিকে।
এসব তথ্য জানা যায় মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে।
আশ্চর্য এই কাণ্ড অস্ট্রেলিয়ার সিডনির এক রেলস্টেশনের। সরকারি যাতায়াত বিষয়ক সংস্থা ট্রান্সপোর্ট ফর নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) ফেসবুকে নিরাপত্তা ক্যামেরায় তোলা কিছু ছবি পোস্ট করার পাশাপাশি ইনস্টাগ্রামে ভিডি দেয় ঘটনাটির। এতে দেখা যায় হলদে বাদামি রঙের রেইনকোট পরিহিত ঘোড়াটি প্রবল ঝড়ের মধ্যে ওয়ারউইক ফার্ম স্টেশনের প্ল্যাটফর্মে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে।
ট্রান্সপোর্ট ফর এনএসডব্লিউ জানায়, একটি ট্রেন স্টেশনে প্রবেশের সময় এটি এমনভাবে দাঁড়িয়ে ছিল যেন এটি ওটায় চড়তে চাচ্ছে। তারপর একটু ঘোরা-ফেরা করে একে আবার ট্রেনের দিকে দৌড়ে আসতে দেখা যায়। তবে ঘোড়াটির উপস্থিতি টের পেয়ে যাওয়ায় দরজা খোলা হয়নি ট্রেনের।
একপর্যায়ে প্রাণীটি প্ল্যাটফর্মের এক যাত্রীকে ধাওয়া করে। তবে শেষ পর্যন্ত কোনো অঘটন ছাড়াই একে ফাঁকি দিতে পারেন তিনি।
পুলিশকে বিষয়টি জানানো হয় দ্রুত। তারপর ঘোড়াটির মালিক এসে একে বাড়ি নিয়ে যান।
ট্রান্সপোর্ট অব এনএসডব্লিউর পক্ষ থেকে বলা হয়েছে, ‘ঘোড়াটিকে মোটামুটি শান্ত অবস্থায় তার বাসায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত কেউই এ বিষয়ে কোনো ব্যবস্থা নিতে আগ্রহী নন।’
সাম্প্রতিক সময়ে ইউরোপ ও এশিয়ায় বিপুল পরিমাণে পাচার হচ্ছে বড় আকারের লাখ লাখ পিঁপড়া। ইউরোপ ও এশিয়ার দেশগুলোতে এসব পিঁপড়া পোষা প্রাণী হিসেবে বিক্রি হচ্ছে। আফ্রিকার দেশ কেনিয়া থেকে সম্প্রতি হাজার হাজার জীবন্ত পিঁপড়া পাচারকালে ৪ চোরাকারবারিকে আটক করা হয়েছে।
৩ দিন আগেগত বছর একটি রাতের অনুষ্ঠানে এক ভ্লগারের ক্যামেরায় অপ্রত্যাশিত এবং অশালীন মন্তব্য করে রাতারাতি ভাইরাল হন হেইলি ওয়েলচ। দ্রুতই ‘হক তুয়াহ’ নামে খ্যাতি পান তিনি। সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন এই তরুণী। তিনি জানিয়েছেন, নিজের নামে চালু করা বিতর্কিত ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে...
৫ দিন আগেরাজনীতি তো বটেই, একের পর এক উদ্ভট কথা আর কাণ্ডের জন্যও আলোচনায় থাকেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বুধবার (২ এপ্রিল) বিশ্বজুড়ে শতাধিক দেশের ওপর পাল্টাপাল্টি শুল্ক আরোপ করেছেন তিনি। এরপর থেকেই এ নিয়ে বিভিন্ন মহলে নানা গুরুগম্ভীর আলোচনা, বিশ্লেষণ চলছে। আবার সামাজিক মাধ্যমে চলছে
১৫ দিন আগেচলচ্চিত্রের প্রতি উন্মাদনা যুগ যুগ ধরে। প্রিয় নায়কের, পছন্দের চলচ্চিত্রের পোস্টার ও কার্ড সংগ্রহে রাখার বাতিক অনেকেরই। এমনই একজন সংগ্রাহক যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট এজেন্ট ডুইট ক্লিভল্যান্ড। অর্ধ শতাব্দীরও বেশি সময় ধরে জমিয়েছেন চলচ্চিত্রের পোস্টার ও লবি কার্ড। এবার তিনি সিদ্ধান্ত নিয়েছেন তাঁর সংগ্র
১৬ মার্চ ২০২৫