রংপুর সিটি করপোরেশনে (রসিক) গতকাল মঙ্গলবারের নির্বাচনে জাতীয় পার্টির মেয়রপ্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। হারিয়েছেন জামানতও। তবে
ইভিএমে ভোট নিতে কোনো ত্রুটি হয়নি। ভোট চুরির অভিযোগও মিথ্যা। ওই ওয়ার্ডে তিনজন কাউন্সিলর প্রার্থীর মধ্যে দুজন ৩ হাজার ১৯৭ ভোট পেয়েছেন। বিধি অনুযায়ী, সেখানে নির্বাচন হবে। তবে নির্বাচনী আইনের ৪১ ধারায় বলা আছে, যদি কেউ নির্বাচনে সমান ভোট পান তাহলে সেখানে তাঁদের মধ্যেই ভোট হবে...
রংপুর সিটি করপোরেশনের (রসিক) ২৬ নম্বর ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে পুনরায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এই ওয়ার্ডে দুই কাউন্সিলর পদপ্রার্থী সমানসংখ্যক ভোট পাওয়ায় এই নির্দেশনা দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা আবদুল বাতেন...
রংপুর সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে হেরে জামানত হারাতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি ছাড়া আরও ৯ প্রার্থী জামানত হারাচ্ছেন