Ajker Patrika

বিজিবির গাড়িতে আগুন দিল পরাজিত কাউন্সিলরপ্রার্থীর সমর্থকেরা

রংপুর ও গঙ্গাচড়া প্রতিনিধি
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২২, ২২: ৪৩
বিজিবির গাড়িতে আগুন দিল পরাজিত কাউন্সিলরপ্রার্থীর সমর্থকেরা

রংপুর সিটি করপোরেশনের নির্বাচনের ভোট গণনা চলছে। এরই মধ্যে অর্ধশতাধিক কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে জাতীয় পার্টির প্রার্থী বিপুল ব্যবধানের এগিয়ে আছেন।

রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু পূর্ব কুকরুল এলাকায় বিজিবির টহল গাড়িতে আগুন দিয়েছেন পরাজিত কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৪ নম্বর ওয়ার্ডের আমাশু সরকারি প্রথমিক বিদ্যালয় সকাল সাড়ে ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এ ওয়ার্ডের ট্রাক্টর মার্কার কাউন্সিল প্রার্থী রফিকুল ইসলাম রফিক আমাশু কেন্দ্রটিতে জয় লাভ করেন। এতে পরাজিত মিষ্টি কুমড়া প্রতীকে কাউন্সিল প্রার্থী একরামুলের সমর্থকেরা উত্তেজিত হয়ে বিজিবি টহল গাড়ি ভাঙচুর করে আগুন দেয়। ঘটনাস্থলে রংপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গিয়ে গাড়ির আগুন নিভাতে সক্ষম হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আবু মারুফ হোসেন উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন ও  বিজিবির সহকারি পরিচালক ওমর খুসরু। 

উপ পুলিশ কমিশনার মেট্রোপলিটন আবু মারুফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এই ঘটনাটির সঙ্গে যারা জড়িত তাদের খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে।’

এরপর একরামুলের সমর্থকেরা শিল্পকলা একাডেমির দিকে যায়। এখনো তারা একাডেমি ঘিরে রেখেছে। 

 আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন। 

১৩৬ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান মোস্তফা। লাঙ্গল প্রতীকে তিনি পেয়েছেন ৮১ হাজার ৭৪৮ ভোট। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হোসনে আরা লুতফা ডালিয়া নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৪৯৪ ভোট। 

এ ছাড়া, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরুজ্জামান পেয়েছেন ২৮ হাজার ৩১২ ভোট, স্বতন্ত্র প্রার্থী লতিফুর রহমান পেয়েছেন ৮ হাজার ৪০ ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত