৯৯৯–এ কল, পাহাড়ে পথ হারানো চার তরুণ উদ্ধার
কুমিল্লা থেকে চার বন্ধু মিলে চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাইপাহাড়ের ম্যালকুম ট্রেইলে ঘুরতে গিয়েছিলেন। ঘুরতে ঘুরতে অনেকগুলো ছোট–বড় পাহাড় পাড়ি দিয়ে, ঝিরিপথে ঘুরে, ঝরনা দেখে ফেরার পথে পথ হারিয়ে ফেলেন তাঁরা।