Ajker Patrika

অবেলায় খৈয়াছড়ায় গিয়ে বিপদে ৬ তরুণ, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, ১৫: ৫৫
অবেলায় খৈয়াছড়ায় গিয়ে বিপদে ৬ তরুণ, ৯৯৯-এ কল দিয়ে রক্ষা

মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের খৈয়াছড়া ঝরনা দেখতে এসে দুর্গম পাহাড়ে পথ হারিয়ে নিখোঁজ হন ছয় তরুণ পর্যটক। সেখানে পাহাড়ে উঠে পথ হারিয়ে ফেলেন তাঁরা। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁদের। 

উদ্ধার হওয়া ছয় পর্যটক হলেন মো. আল আমিন (১৮), মুকিদ আহম্মদ শুভ্র (১৭), ওমর ফারুক (১৮), নাঈম আহম্মদ তামিম (২০), তানভীর হাসান (২০) ও আনিছুর রহমান অণিক (১৮)।

উদ্ধার হওয়া তরুণেরা বলেন, গতকাল বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে তাঁরা ছয় বন্ধু মিলে মিরসরাইয়ের বড়তাকিয়ায় এসে পৌঁছান। বাস থেকে নেমে লোকাল সিএনজি অটোরিকশা ও পায়ে হেঁটে পৌঁছান খৈয়াছড়া ঝরনায়। পাহাড়ের চূড়া থেকে নামার সময় সন্ধ্যা হয়ে যায়। অন্ধকারে ফেরার পথে পাহাড়ের আঁকাবাঁকা পথ ভুলে দিক হারিয়ে ফোন দেন জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে। মিরসরাই থানার পুলিশ খবর পেয়ে খৈয়াছড়ায় দুর্গম পাহাড়ে প্রায় ২ ঘণ্টা অভিযান চালিয়ে রাত সাড়ে ৯টায় ছয় পর্যটককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, ছয় তরুণ দুপুর আড়াইটার দিকে ঝরনায় গিয়ে পাহাড়ের চূড়ায় ওঠেন। ফেরার সময় নামতে নামতে সন্ধ্যা হয়ে গেলে আর পথ খুঁজে পান না। পুলিশ তাঁদের উদ্ধার করে থানায় এনে প্রাথমিক তথ্য নিয়ে বাসে তুলে দিয়েছে। তাঁরা সুস্থ রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত