Ajker Patrika

৯৯৯–এ কল পেয়ে তলা ফেটে সাগরে ডুবতে থাকা ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
৯৯৯–এ কল পেয়ে তলা ফেটে সাগরে ডুবতে থাকা ট্রলার থেকে ১৮ জেলে উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ কল পেয়ে গভীর সাগরে মাছ ধরতে যাওয়া একটি ফিশিং ট্রলারের তলা ফেটে ডুবতে থাকা একটি ট্রলার থেকে ১৮ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। আজ রোববার জাতীয় জরুরি সেবা ৯৯৯–এর পরিদর্শক (মিডিয়া) আনোয়ার সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন। 

আনোয়ার সাত্তার জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯–এ গতকাল শনিবার দুপুরে এক জেলে ফোন দিয়ে বলেন, ‘আমি সাগর থেকে বলছি, তলা ফেটে আমাদের মাছ ধরার বোট ডুবে যাচ্ছে, আমরা কুতুবদিয়ার কাছাকাছি আছি, আমাদের উদ্ধারের ব্যবস্থান নিন দয়া করে।’ 

কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কনস্টেবল জুয়েল সেন। জুয়েল তাৎক্ষণিকভাবে কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ এবং কুতুবদিয়া কোস্টগার্ডে ঘটনাটি জানিয়ে উদ্ধারের ব্যবস্থার জন্য বলেন। পরবর্তীতে ৯৯৯ ডেসপাচার এস আই মো. নাসির উদ্দীন উদ্ধার সংশ্লিষ্ট সবার সঙ্গে যোগাযোগ করে উদ্ধার তৎপরতার আপডেট নিতে থাকেন।

৯৯৯–এর মাধ্যমে খবর পেয়ে কোস্টগার্ডের একটি উদ্ধারকারী দল বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপকূল নিকটবর্তী এলাকা থেকে ১৮ জন জেলেকে উদ্ধার করে নিরাপদে উপকূলে পৌঁছে দেয়। জানা যায়, ফিশিং ট্রলারটি গত ৪ আগস্ট চট্টগ্রামের ফিশারিঘাট থেকে মাছ ধরার উদ্দেশে সাগরে রওনা দিয়েছিল। জেলেরা লক্ষ্মীপুরের কমলনগরের বলে জানা যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত