‘স্প্লিন্টার আমার সম্পত্তি, এই নিয়ে কবরে যাব’
২১ আগস্টে আহত অন্যদের মতো তিনিও এখনো বয়ে বেড়াচ্ছেন গ্রেনেডের স্প্লিন্টার । বলেন, শরীরের অনেকগুলো স্প্লিন্টার ঢুকছিল। বেশির ভাগই বের করা হয়েছিল। কিন্তু ৫৮টি স্প্লিন্টার বের করা যায়নি। এর মধ্যে দুটি এমনি বের হয়েছে। এখন তেমন ব্যথা নেই। এই নিয়েই চলতে হবে যে কয়েক দিন বাঁচি।