হিলিতে এক রাতের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে ১৫ টাকা বেশি
বাজারে সরবরাহ কমে যাওয়ায় এক রাতের ব্যবধানে দিনাজপুরের হিলিতে দেশি পেঁয়াজ কেজিপ্রতি বেড়েছে ১৫ টাকা। আর দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, সরবরাহ কমে যাওয়ায় দাম বাড়ছে দেশি পেঁয়াজের। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।