বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। গত তিন দিনে এ বন্দর দিয়ে এসেছে ১৫০ টন নারিকেল।
গত বৃহস্পতিবার বিকেলে এ বন্দর দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়। প্রতি টন নারিকেলের আমদানি মূল্য পড়েছে ৩০০ মার্কিন ডলার।
গতকাল শনিবার ও আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে আরও চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে। এসব নারিকেল আমদানিতে খরচ পড়ছে কেজি প্রতি ১০ টাকা ৯৫ পয়সা, সঙ্গে অন্যান্য খরচসহ কেজিতে খরচ পড়ছে ১৩ টাকা। হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এসব নারিকেল আমদানি করেছে।
নারিকেল আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে প্রথম দিনে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন এবং গতকাল ও আজ চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বায়েজিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হচ্ছে। গত তিন দিনে ভারতীয় ছয়টি ট্রাকে মোট ১৫০ টন নারিকেল আমদানি করেছে মেসার্স নাসাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো ভারত থেকে নারিকেল আমদানি করা হয়েছে। গত তিন দিনে এ বন্দর দিয়ে এসেছে ১৫০ টন নারিকেল।
গত বৃহস্পতিবার বিকেলে এ বন্দর দিয়ে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ু থেকে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন নারিকেল আমদানি করা হয়। প্রতি টন নারিকেলের আমদানি মূল্য পড়েছে ৩০০ মার্কিন ডলার।
গতকাল শনিবার ও আজ রোববার দুপুরে হিলি স্থলবন্দর দিয়ে আরও চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে। এসব নারিকেল আমদানিতে খরচ পড়ছে কেজি প্রতি ১০ টাকা ৯৫ পয়সা, সঙ্গে অন্যান্য খরচসহ কেজিতে খরচ পড়ছে ১৩ টাকা। হিলি স্থলবন্দরের মেসার্স নাসাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান এসব নারিকেল আমদানি করেছে।
নারিকেল আমদানিকারক নুর ইসলাম বলেন, বাংলাদেশে ব্যাপক চাহিদা থাকায় ভারতের তামিলনাড়ু থেকে প্রথম দিনে ভারতীয় দুটি ট্রাকে ৫০ টন এবং গতকাল ও আজ চারটি ট্রাকে ১০০ টন নারিকেল আমদানি করা হয়েছে।
হিলি স্থলবন্দর কাস্টমসের রাজস্ব কর্মকর্তা বায়েজিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে নারিকেল আমদানি হচ্ছে। গত তিন দিনে ভারতীয় ছয়টি ট্রাকে মোট ১৫০ টন নারিকেল আমদানি করেছে মেসার্স নাসাত ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান।
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় টিউশনি করতে গিয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষার্থী জুবায়েদ হোসেন। তিনি যে বাড়িতে টিউশনি করতেন, সেই বাড়ির সিঁড়িতেই তাঁর রক্তাক্ত লাশ পাওয়া গেছে। তবে খুনের ঘটনার সঙ্গে কারা জড়িত, এ বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি পুলিশ।
২০ মিনিট আগেআজ রোববার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনের কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। বিক্ষোভকালে ছাত্রদলের নেতা-কর্মীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতের দাবি জানান।
৩৯ মিনিট আগেদেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, এসব ঘটনা নিছক দুর্ঘটনা নয়, বরং দেশের স্থিতিশীলতা ও অর্থনীতিকে নড়বড়ে করার উদ্দেশ্যে সাজানো চক্রান্ত।
৪৩ মিনিট আগেশিল্পপতি এ কে আজাদের গণসংযোগ চলাকালে শোডাউন করেছেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় এ কে আজাদের দুটি গাড়ি ভাঙচুরসহ তাঁর ওপর হামলা করার চেষ্টার অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
৪৪ মিনিট আগে