Ajker Patrika

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের নেতৃত্বে লিটন ও চলন্ত পুনর্নির্বাচিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টের নেতৃত্বে লিটন ও চলন্ত পুনর্নির্বাচিত

দিনাজপুর জেলার হাকিমপুরের হিলি স্থলবন্দরে বাংলাহিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ এজেন্ট) অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক নির্বাচনে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আব্দুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক পদে জামিল হোসেন চলন্ত।

আজ শনিবার ১১টায় বাংলাহিলি অ্যাসোসিয়েশনের কার্যালয়ে সভাপতি আব্দুর রহমান লিটনের সভাপতিত্বে ৩১ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

নব-নির্বাচিত কমিটির অন্যান্য পদে যারা মনোনীত হয়েছেন তারা হলেন—সহসভাপতি আব্দুল আজিজ, সহসভাপতি শাহিনুর রেজা শাহিন, সহসভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান, সহসভাপতি মুশফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ হোসেন রাসেল, যুগ্ম সাধারণ সম্পাদক সুশান্ত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সুইট, কাস্টমস ও বন্দর বিষয়ক সম্পাদক রেজাউল করিম, কোষাধ্যক্ষ আহসান চৌধুরী শাহিন, ক্রীড়া সম্পাদক রেজা আহমেদ বিপুল, সমাজসেবা সম্পাদক একরামুল মল্লিক রানা, প্রচার সম্পাদক এনামুল হক খান, তথ্য সম্পাদক মমিনুল হক, সাংস্কৃতিক সম্পাদক হুসনে আরা ফেন্সী, মহিলা সম্পাদিকা আক্তার জাহান, দপ্তর সম্পাদক খলিলুর রহমান বাবুল।

কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন যথাক্রমে—হারুনুর রশিদ, কমলেশ চক্রবর্তী, আবু তরাফ, হাফিজুর রহমান, মানিক মিয়া, আব্দুল মান্নান, ডিএম আলমগীর হোসেন, জাকির হোসেন ও ছারোয়ার হোসেন জনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত