নিঝুম দ্বীপে দুর্গতদের পাশে যুবদল
শনিবার আদর্শগ্রাম, মোল্লাগ্রাম, মদিনাগ্রাম, মুন্সিগ্রাম ও বান্দাখালীসহ একাধিক গ্রামে একযোগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। প্রথম দিনে প্রায় ৩০০ পরিবারের ঘরে ঘরে গিয়ে যুবদলের কর্মীরা এসব খাবার পৌঁছে দেন। পূর্বে প্রস্তুত কোনো তালিকা ছাড়াই সরাসরি ক্ষতিগ্রস্তদের মাঝে এ সহায়তা দেওয়া হয়।