হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”
তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।
দীর্ঘদিন ঢাকাকেন্দ্রিক রাজনীতিতে সক্রিয় থাকলেও ঈদুল আজহার পর নিজ এলাকায় সরব উপস্থিতি দেখিয়েছেন সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজ। কোনো ধরনের প্রচার বা পূর্বপ্রস্তুতি ছাড়াই স্থানীয় বাজারগুলোতে তার পথসভাগুলো পরিণত হয়েছে জনসমাবেশে-যা তাকে হাতিয়ার রাজনৈতিক অঙ্গনে ফের আলোচনায় এনেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ও সাবেক ছাত্রদল নেতা শাহনেওয়াজের বাড়ি হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নে। বাবা মাওলানা আবদুল হাই ছিলেন দুবারের ইউপি চেয়ারম্যান। ২০০৩ সাল থেকে রাজনীতির সঙ্গে যুক্ত শাহনেওয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারবিরোধী আন্দোলনেও তার সক্রিয় ভূমিকা ছিল।
তিনি জানান, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকলেও এবার মাঠপর্যায়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ শুরু করেছেন। প্রতিদিন বিকেলে গ্রাম-গঞ্জে ঘুরে বেড়াচ্ছেন, মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। গত সপ্তাহে জাহাজমারা সেন্টার বাজার, সোনাদিয়া মাইজদী বাজার ও চরকিং ভৈরব বাজারে অনুষ্ঠিত তার পথসভাগুলোতে ছিল উপচে পড়া ভিড়।
সাথে থাকা সৈকত নামের একজন জানান, কোথাও পূর্বনির্ধারিত কোনো আয়োজন ছিল না। বাজারে শাহনেওয়াজের উপস্থিতির খবর ছড়িয়ে পড়তেই আশপাশের এলাকা থেকে মানুষ জড়ো হয়ে পথসভায় রূপ নেয়। পরে তিনি নিজেই উচ্চমঞ্চে উঠে বক্তব্য দেন।
শাহনেওয়াজ বলেন, “হাতিয়ার মানুষ দীর্ঘদিন অবহেলিত। আমি এই দ্বীপের সন্তান। তাই এখানকার প্রতিনিধিত্ব করতে চাই। রাজনীতিতে বহুদিনের অভিজ্ঞতা রয়েছে, এখন সময় এসেছে জনগণের পাশে দাঁড়ানোর। দলের মনোনয়ন পেতে চেষ্টা করব।”
তিনি জানান, উপজেলা পর্যায়ের কোনো গ্রুপিংয়ে জড়াতে চান না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে কাজ করাই হবে তার প্রধান লক্ষ্য।
উল্লেখ্য, নোয়াখালী-৬ (হাতিয়া) আসন থেকে বিএনপির মনোনয়ন পেতে আরও তিনজন প্রার্থী মাঠে রয়েছেন—সাবেক সংসদ সদস্য প্রকৌশলী ফজলুল আজিম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রকৌশলী তানভির উদ্দিন রাজিব।
ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ছাত্রাবাসের ছাদ ধসে অন্তত ১১ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার ইউজিসির জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে
৬ মিনিট আগেউত্তরা পূর্ব ও উত্তরা পশ্চিম থানা পুলিশ সূত্র আজকের পত্রিকাকে জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর সড়কের ৩২/১ নম্বরের এক বাসা থেকে গতকাল সন্ধ্যায় রামরাইল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ খানকে গ্রেপ্তার করা হয়। এরপর তুরাগের আহালিয়া থেকে মধ্যরাতে আওয়ামী লীগ...
৪০ মিনিট আগেরাজধানীর হাজারীবাগের কালুনগর এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে রওশন আরা (৬০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে স্বজনেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক ওই বৃদ্ধাকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগেবৈষম্যবিরোধী আন্দোলনের ‘সমন্বয়ক’ পরিচয়ে গুলশানে আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের যুগ্ম আহ্বায়ক পলাতক জানে আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ।
২ ঘণ্টা আগে