হাওরের লড়াকু নারীরা
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার জয়ধন বিবি। অসুস্থ সন্তান নিয়ে ২৫ দিন পর আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে দুমড়ে-মুচড়ে যাওয়া ঘর মেরামতের কাজ করছেন তিনি। খেয়ে না-খেয়ে জমানো টাকায় চলছে সে কাজ। কীভাবে ঘর ঠিক করে আবার সংসার পাতবেন, এ চিন্তায় ঘুম হয় না বিধবা জয়ধন বিবির। চার ছেলে ও এক মেয়েকে নিয়ে কো