রোগীর কলার চেপে ধরে ধাক্কার পর ভর্তি বাতিল করলেন সরকারি চিকিৎসক
রোগী ইসরাইল আগে পাশের বিছানা পরিষ্কারের জন্য চিকিৎসকের কাছে আবেদন জানান। এ সময় চিকিৎসক বলেন, ‘তুমি যা বলবে তাই শুনতে হবে?’। উত্তরে ইসরাইল বলেন, “তাহলে আপনাকে বলে লাভ কি। আপনিও মনে হয় কোটায় নিয়োগ পেয়েছেন।”’