স্বর্ণ না হীরা, কিসে বিনিয়োগ করবেন
অলংকার তৈরির পাশাপাশি যুগ যুগ ধরে বিনিয়োগের বড় ভরসা স্বর্ণ। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গয়না বলতে নারীদের প্রথম পছন্দ এই সোনালি ধাতু। আভিজাত্যের সঙ্গে সঞ্চিত অর্থ বিনিয়োগের নিরাপদ মাধ্যমও স্বর্ণ। সম্প্রতি হীরার প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। তবে কি চাকচিক্য কমে যাচ্ছে স্বর্ণের, নাকি সম্পদ হিসেবে বেশি গুরুত