ই-মেইলে জমা পড়ল নাগরিকদের ৯ শতাধিক অভিযোগ ও পরামর্শ
দুর্নীতি, ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অভিযোগ ও পরামর্শ আহ্বানে সাড়া পাচ্ছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। গত ১৯ এপ্রিল উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ই-মেইলের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে এ সংক্রান্ত অভিযোগ ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান।