ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারির বীজ
ইন্দোনেশিয়া থেকে বাংলাদেশে আসছে আরেকা সুপারি বীজের চালান। সৌদি আরবেও এই বীজের একটি চালান পাঠিয়েছে দেশটি। তবে চালানের পরিমাণ জানা যায়নি। ইন্দোনেশিয়ার বার্তা সংস্থা অন্তরা নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান আজ শনিবার জাম্বি প্রদেশ থেকে সৌদি আরব ও বাংলাদেশে আরেকা সুপারির