তখন থেকেই বাবার ছবিটা বুকে জড়িয়ে আছে জাহাজে জিম্মি আতিকের মেয়ে
আতিক উল্লাহর তিন মেয়ের মধ্যে ইয়াশরা বড়। মেজো মেয়ের নাম উনাইজা মেহবিন এবং ছোট মেয়ে খাদিজা আরুবিয়া। দুই বছরের আবুবিয়া নানুকে একটু পরপর প্রশ্ন করছে, ‘নানু, সবাই বাবর কথা জিজ্ঞেস করছে যে?’ নাতনির এমন প্রশ্নে নিরুত্তর তিনি। কারণ, এর কোনো জবাব তাঁর জানা নেই।