Ajker Patrika

সোমালিয়ার মোগাদিসুতে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ১০০ 

অনলাইনে ডেস্ক
আপডেট : ৩০ অক্টোবর ২০২২, ১২: ০৩
Thumbnail image

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে দুটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ৩০০ জন। শনিবার দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে এই বিস্ফোরণ হয়।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, মন্ত্রণালয়ের সামনে জনসমাগমের মধ্যে প্রথম বিস্ফোরণটি হয়, দ্বিতীয় বিস্ফোরণটি ঘটে যখন অ্যাম্বুলেন্স আসে এবং লোকজন আহতদের সাহায্য করার জন্য জড়ো হয়।

সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ রোববার এক বিবৃতিতে হতাহতের ঘটনা জানান। প্রেসিডেন্ট বলেন, ‘ভয়াবহ এই হত্যাকাণ্ডের শিকার আমাদের লোকেরা। তাদের মধ্যে অনেক মা ও শিশু রয়েছে, কেউ চিকিৎসার জন্য এসেছিলে, অনেক শিক্ষার্থী রয়েছে, অনেকে হয়তো পরিবারের ভরণপোষণের জন্য ব্যবসা করতেন।’

বিস্ফোরণস্থল পরিদর্শন করে প্রেসিডেন্ট আরও জানান, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের সার্বিক চিকিৎসাসহায়তার নির্দেশ দিয়েছেন তিনি।

এদিকে এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। যদিও জঙ্গিগোষ্ঠী আ-শাবাবকে দায়ী করছেন দেশটির প্রেসিডেন্ট। তবে এ বিষয়ে আল-শাবাবের পক্ষ থেকে কিছু বলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত