সমুদ্র ভালো থাক যৌথতায়
এক পত্রিকার সাংবাদিক বন্ধু ফোন করে জানালেন, আন্তর্জাতিক মহাসাগর দিবসের লেখা দিতে হবে। এবার পড়লাম ভাবনায়। খুঁজে দেখলাম এবারের মহাসাগর দিবসের মূল বিষয় ‘যৌথকর্মে সমুদ্র পাবে পুনরুজ্জীবন’। বটেই তো। মহাসাগর বলে কথা। একা একা কিছু যে করা যাবে না, সেটা বোঝাই যায়। বিভিন্ন স্টেকহোল্ডারের যৌথকর্মেই না সমুদ্র ভ