সম্মাননা পাচ্ছেন এনামুল কবির ও লিলি ইসলাম
‘করিস নে লাজ, করিস নে ভয়, আপনাকে তুই করে নে জয়—’ রবীন্দ্রনাথের এই অমিয় বাণী সামনে নিয়ে শুরু হতে যাচ্ছে ৩৪তম জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব। ১২-১৩ মে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে (সেগুনবাগিচা) অনুষ্ঠিত হবে এবারের উৎসব। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে এবারের