অতিমাত্রায় পর্যটকে ঝুঁকিতে সুন্দরবন
সিডর, আইলা, ফণী, বুলবুল, আম্পান, রিমালের মতো ঘূর্ণিঝড় থেকে বাংলাদেশকে বুক চিতিয়ে রক্ষা করতে গিয়ে প্রায় প্রতিবছরই ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন। আবার মনুষ্যসৃষ্ট নানা কর্মকাণ্ডে বিরূপ প্রভাব পড়ে ম্যানগ্রোভ এই বনের ওপর। এর মধ্যে রয়েছে নিজ স্বার্থে বনে...