সুদানের প্রধানমন্ত্রীকে 'গৃহবন্দী' করল সামরিক বাহিনী
সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করা হয়েছে। আজ সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য তাঁর বাড়ি ঘিরে ফেলে। পরে তাঁকে গৃহবন্দী করা হয়। আল হাদাত টিভির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।