সুদানে সেনা অভ্যুত্থানের সংবাদে আজ সোমবার খার্তুমের রাস্তায় নেমে এসেছে মানুষ। এর আগে সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা, দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য, মন্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরই হামদককে গৃহবন্দী করার ঘটনা ঘটে। আটকদের মধ্যে শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ রয়েছেন। সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল-ফিকি সুলিমান এবং সুদানের রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুকে তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ সামরিক বাহিনী গ্রেপ্তার অভিযান চালিয়েছে। গ্রেপ্তারদের অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক জানিয়েছেন, অভ্যুত্থান সমর্থনের জন্য তাঁকে চাপ প্রয়োগ করা হলেও তবে তিনি অভ্যুত্থান সমর্থন করেননি। তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে বিপ্লবের কথা বলেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খার্তুমের বিমানবন্দর বন্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, 'সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।'
মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের সংবাদে গভীর শঙ্কা প্রকাশ করেছে।
সুদানের গণতন্ত্রপন্থী দলগুলো সমর্থকদের যেকোনো সামরিক অভ্যুত্থান প্রতিহত করার আহ্বান জানিয়েছে।
আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এর আগেও গত মাসে দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।
সুদানে সেনা অভ্যুত্থানের সংবাদে আজ সোমবার খার্তুমের রাস্তায় নেমে এসেছে মানুষ। এর আগে সোমবার সকালে সামরিক বাহিনীর একদল সদস্য সুদানের প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদককে গৃহবন্দী করে। খবর বিবিসির।
প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা, দেশটির ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের সদস্য, মন্ত্রীসহ বেশ কয়েকজন বেসামরিক কর্মকর্তাকে গ্রেপ্তারের পরই হামদককে গৃহবন্দী করার ঘটনা ঘটে। আটকদের মধ্যে শিল্পমন্ত্রী ইব্রাহিম আল শেখ, তথ্যমন্ত্রী হামজা বালুল এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ফয়সাল মোহাম্মদ সালেহ রয়েছেন। সুদানের ক্ষমতাসীন সার্বভৌম কাউন্সিলের মুখপাত্র মোহাম্মদ আল-ফিকি সুলিমান এবং সুদানের রাজধানী খার্তুমের গভর্নর আয়মান খালিদকেও গ্রেপ্তার করা হয়েছে।
ফেসবুকে তথ্য মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, যৌথ সামরিক বাহিনী গ্রেপ্তার অভিযান চালিয়েছে। গ্রেপ্তারদের অজ্ঞাত স্থানে রাখা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদক জানিয়েছেন, অভ্যুত্থান সমর্থনের জন্য তাঁকে চাপ প্রয়োগ করা হলেও তবে তিনি অভ্যুত্থান সমর্থন করেননি। তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে আন্দোলনের মাধ্যমে বিপ্লবের কথা বলেছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, খার্তুমের বিমানবন্দর বন্ধ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে।
আল-জাজিরার সাংবাদিক হিবা মরগান বলেন, 'সুদানে ‘টেলিযোগাযোগ সেবা বন্ধ করা হয়েছে’। আপাতত তাই ‘কী হচ্ছে সে সম্পর্কে তথ্য পাওয়া খুব কঠিন’ হয়ে দাঁড়িয়েছে।'
মার্কিন যুক্তরাষ্ট্র অভ্যুত্থানের সংবাদে গভীর শঙ্কা প্রকাশ করেছে।
সুদানের গণতন্ত্রপন্থী দলগুলো সমর্থকদের যেকোনো সামরিক অভ্যুত্থান প্রতিহত করার আহ্বান জানিয়েছে।
আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির সেনাবাহিনী এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, এর আগেও গত মাসে দেশটিতে অভ্যুত্থানচেষ্টা হয়। সাবেক নেতা ওমর আল-বশিরের পতনের পর সুদানে সামরিক ও বেসামরিক গোষ্ঠীর মধ্যে টানাপোড়েন শুরু হয়।
আহমেদ আল-শারা। একসময়ের আল-কায়েদা জঙ্গি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট। বুধবার (স্থানীয় সময়) সৌদি আরবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক তাঁর বিস্ময়কর রাজনৈতিক উত্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। এই বৈঠকেই সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন...
১ ঘণ্টা আগেকেউ মিথ্যা বলছে কি না, তা বুঝতে আমরা অনেক সময় মুখের অভিব্যক্তি, চোখের চাহনি বা কথাবার্তার ভঙ্গি পর্যবেক্ষণ করি। কিন্তু এফবিআই প্রশিক্ষিত যোগাযোগ বিশেষজ্ঞ হুয়ান ম্যানুয়েল গার্সিয়া লোপেজ জানালেন, আসল সংকেতটি লুকিয়ে থাকে মানুষের পায়ে।
১ ঘণ্টা আগেমধ্যপ্রাচ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের মধ্যেই মঙ্গলবার গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাবাহিনী বুধবার ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন অন্তত ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগেথাইল্যান্ড ভ্রমণের সময় নিখোঁজ হওয়া ব্রিটিশ কিশোরী বেলা মে কুলি প্রায় ৪ হাজার মাইল দূরে জর্জিয়ার রাজধানী তিবলিসিতে গ্রেপ্তার হয়েছেন। ১৮ বছর বয়সী বেলার বিরুদ্ধে বিপুল পরিমাণ গাঁজা ও হাশিশ চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
৩ ঘণ্টা আগে