জাফলংয়ে পাথর ভাঙার ৬৭টি যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি এলাকায় স্থাপিত পাথর ক্রাশার মেশিন বা ভাঙার যন্ত্রের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে টাস্কফোর্স। আজ বুধবার উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।