বেহায়াপনার কথা বলে সিলেটের উৎমাছড়ায় পর্যটক প্রবেশে বাধা, ভিডিও ভাইরাল
ভিডিওতে দেখা যায়, পর্যটকদের উদ্দেশে একজন বলছেন, ‘এই এলাকার আলেম-ওলামা ও স্থানীয়রা সিদ্ধান্ত নিয়েছেন, উৎমাছড়াকে পর্যটন করা যাবে না। আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে জানিয়ে দেবেন, উৎমাছড়াকে পর্যটন হিসেবে বন্ধ করে দিয়েছে এলাকাবাসী।’