‘কোলেপিঠে মানুষ করা ভাইয়ের জানাজাতেই যেতে পারছি না’
‘আগুনে আমার বড় ভাইয়ের শরীর বেশি পুড়েছে। আজকে মারা গেছে। লাশ সিরাজগঞ্জে গ্রামের বাড়ি নিয়ে যাবে। কিন্তু আমি যেতে পারছি না। কারণ, আগুনে পুড়ে আমার স্ত্রী ও দুই ছেলেও ভর্তি। আমাকে কোলেপিঠে করে মানুষ করেছে যে ভাই, তাঁর জানাজাতেই যেতে পারছি না’—কথাগুলো বলছিলেন গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারানো সোলা