দেবাশীষ দত্ত, কুষ্টিয়া
ইয়াসিন আরাফাত ইফতার করতে বাড়ি ফিরবেন বলে স্ত্রী রুমী আক্তার ফারজানাকে জানিয়েছিলেন। মোবাইল ফোনে এই কথা হওয়ার কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, পাশের বাড়ির গ্যাসের আগুনে আরাফাত দগ্ধ হয়েছেন। এর পর থেকে প্রায় সারা রাত এক মাসের শিশুসন্তানকে নিয়ে শাশুড়ির হাত ধরে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন ফারজানা।
প্রায় ১২ ঘণ্টা পর জানতে পারেন, দগ্ধ ইয়াসিনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার পর শাশুড়ির সঙ্গে দগ্ধ স্বামীর কাছে পৌঁছাতে পারেন।
বার্ন ইনস্টিটিউটে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল ইয়াসিনের। শিশুসন্তান হুসাইনকে দেখার জন্য বায়না ধরেছিল। কিন্তু নার্সরা শিশুকে বাবার কাছে নিতে দেননি। ফারজানা কান্নাকাটি করছিলেন বলে তাঁকেও বের করে দেওয়া হয়।
স্বামীর শেষ ইচ্ছাটাও পূরণ করতে না পারা দুঃখ ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিলাপ করছেন ফারজানা।
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ইয়াসিন আরাফাত ছয় দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। গভীর রাতে মা আয়শা খাতুন ও বড় ভাই আব্দুল কাদেরের কাছে লাশ হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াসিন আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা আয়শা খাতুন দুই ছেলেকে নিয়ে গাজীপুরের একটি ঝুট কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনের বিয়ে দেন। ইয়াসিন এক মাস বয়সী পুত্রসন্তান হুসাইন ও স্ত্রী ফারজানাকে নিয়ে মায়ের সঙ্গেই থাকতেন।
আজ বুধবার তাঁদের গ্রামের বাড়িতে গেলে মা আয়শা খাতুন জানান, বড় ছেলের পর দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনকে বিয়ে দিয়েছেন। ছেলে ও নাতিদের নিয়ে থাকতেন। ‘এখন কী নিয়ে থাকবেন’ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
আজ সকালে ইয়াসিনের মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সটি তাঁর নানাবাড়ি কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম আনা হয়। জানাজা হয় স্থানীয় ঈদগাহ ময়দানে। পরে তাঁকে গোপগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গোপগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আলমি সরদার জানান, পরিবারটি খুবই নিরীহ প্রকৃতি। তাঁরা শুধু উৎসব-পার্বণে বাড়ি আসতেন। গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে চলাফেরা করতেন।
১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩২ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ইয়াসিনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
ইয়াসিন আরাফাত ইফতার করতে বাড়ি ফিরবেন বলে স্ত্রী রুমী আক্তার ফারজানাকে জানিয়েছিলেন। মোবাইল ফোনে এই কথা হওয়ার কিছুক্ষণ পর এক প্রতিবেশী এসে জানান, পাশের বাড়ির গ্যাসের আগুনে আরাফাত দগ্ধ হয়েছেন। এর পর থেকে প্রায় সারা রাত এক মাসের শিশুসন্তানকে নিয়ে শাশুড়ির হাত ধরে বিভিন্ন হাসপাতালে ছুটে বেড়িয়েছেন ফারজানা।
প্রায় ১২ ঘণ্টা পর জানতে পারেন, দগ্ধ ইয়াসিনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১টার পর শাশুড়ির সঙ্গে দগ্ধ স্বামীর কাছে পৌঁছাতে পারেন।
বার্ন ইনস্টিটিউটে স্ত্রীর সঙ্গে শেষ কথা হয়েছিল ইয়াসিনের। শিশুসন্তান হুসাইনকে দেখার জন্য বায়না ধরেছিল। কিন্তু নার্সরা শিশুকে বাবার কাছে নিতে দেননি। ফারজানা কান্নাকাটি করছিলেন বলে তাঁকেও বের করে দেওয়া হয়।
স্বামীর শেষ ইচ্ছাটাও পূরণ করতে না পারা দুঃখ ও সন্তানের ভবিষ্যৎ নিয়ে বিলাপ করছেন ফারজানা।
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ ইয়াসিন আরাফাত ছয় দিন শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মারা যান। গভীর রাতে মা আয়শা খাতুন ও বড় ভাই আব্দুল কাদেরের কাছে লাশ হস্তান্তর করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, ইয়াসিন আরাফাত কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি গ্রামের আল-আমিনের ছেলে। স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর মা আয়শা খাতুন দুই ছেলেকে নিয়ে গাজীপুরের একটি ঝুট কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করতেন। দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনের বিয়ে দেন। ইয়াসিন এক মাস বয়সী পুত্রসন্তান হুসাইন ও স্ত্রী ফারজানাকে নিয়ে মায়ের সঙ্গেই থাকতেন।
আজ বুধবার তাঁদের গ্রামের বাড়িতে গেলে মা আয়শা খাতুন জানান, বড় ছেলের পর দেড় বছর আগে ছোট ছেলে ইয়াসিনকে বিয়ে দিয়েছেন। ছেলে ও নাতিদের নিয়ে থাকতেন। ‘এখন কী নিয়ে থাকবেন’ বলেই কান্নায় ভেঙে পড়েন তিনি।
আজ সকালে ইয়াসিনের মৃতদেহবাহী অ্যাম্বুলেন্সটি তাঁর নানাবাড়ি কুষ্টিয়ার খোকসার গোপগ্রাম আনা হয়। জানাজা হয় স্থানীয় ঈদগাহ ময়দানে। পরে তাঁকে গোপগ্রাম কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়।
গোপগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মেম্বর আলমি সরদার জানান, পরিবারটি খুবই নিরীহ প্রকৃতি। তাঁরা শুধু উৎসব-পার্বণে বাড়ি আসতেন। গ্রামের মানুষের সঙ্গে মিলেমিশে চলাফেরা করতেন।
১৩ মার্চ সন্ধ্যা ৬টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের তেলিরচালা এলাকার শফিক খানের টিনশেড কলোনির সামনে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ৩২ জন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে ইয়াসিনসহ ১৪ জনের মৃত্যু হয়েছে।
বগুড়ার শাজাহানপুর উপজেলার চিহ্নিত মাদক কারবারি শামীম আহম্মেদ সবুজকে (৩০) হেরোইনসহ গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার (৭ জুলাই) রাত ১০টার দিকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা এলাকা থেকে বগুড়া ডিবি পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তবে হেরোইনের পরিমাণ সম্পর্কে হওয়া যায়নি।
২২ মিনিট আগে‘বিপ্লব উদ্যানে কোনো নতুন স্থাপনা হবে না। এখানে সবুজের সমারোহ হবে। এখানে আবারও পাখি ডাকবে। মানুষ হাঁটবে ও অক্সিজেন নেবে। এখানে একটি গ্রিন পার্ক করব’। কথাগুলো চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের। কথাগুলো খুব বেশি দিনের নয়। গত ৭ নভেম্বর বিপ্লব উদ্যানে দাঁড়িয়ে এমন বক্তব্য দিয়েছিলেন তিনি।
৬ ঘণ্টা আগেঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়ন পরিষদে (ইউপি) ভিডব্লিউবির বরাদ্দ হওয়া চাল বিতরণ না করে গুদামে রেখে ২২ জন সুবিধাভোগীকে এক মাসের বেশি সময় ধরে ঘোরানোর অভিযোগ উঠেছে। ইউপি কার্যালয়, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ঘুরেও চাল দিচ্ছে না বলে অভিযোগ সুবিধাভোগীদের।
৬ ঘণ্টা আগেচট্টগ্রামে ৪ খুনের ফেরারী আসামি সন্ত্রাসী রায়হান কয়েক মাসের ব্যবধানে এবার দিনদুপুরে আরও একটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন। রাউজানে যুবদল নেতা সেলিমকে খুনের পরে দলবল নিয়ে পাহাড়ে পালিয়ে যান রায়হান। ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজে এ দৃশ্য ধরা পড়েছে। পুলিশও বিষয়টি নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে