আমি জীবনে একটা সিগারেট খাইনি, টানও দেইনি: তথ্যমন্ত্রী
'আমি জীবনে একটা সিগারেট খাইনি, টানও দেইনি। ধূমপান নিয়ে ক্যাম্পেইনের কারণে আনুপাতিক হারে ধূমপায়ী অনেক কমে গেছে, তবে জনসংখ্যা বৃদ্ধির জন্য হয়তো সংখ্যায় কমেনি। দেশে এক সময় ৭০ শতাংশ লোক ধূমপান করতেন, এখন তা ৩৫ শতাংশে নেমে এসেছে