মনুষ্যত্ব ধর্মহীন ধার্মিকের দেশ
কৃত্রিম বুদ্ধিমত্তার উৎকর্ষতার এমন সময়ে দেশে দেশে আলোকিত তরুণেরা যখন জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তিতে নতুন যুগের সূচনা করছে, অসাম্প্রদায়িক মতাদর্শে মেধা-মননে নিজেদের শাণিত করছে, তখন অনেকেই আমরা ধর্মের নাম করে অধর্মের উগ্র চর্চা করছি। প্রতিক্রিয়াশীলতা আমাদের অস্থি-মজ্জায় সিন্দাবাদের ভূতের মতো জাঁকিয়ে বসেছে