ভালোবাসা দিবসে ‘স্পাই লাভ’
ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন অপূর্ব। যাওয়ার আগে যে নাটকগুলোতে অভিনয় করেছিলেন, সেগুলোই প্রচারিত হবে ভালোবাসা দিবসে। ‘স্পাই লাভ’ তেমনই একটি নাটক। রুবেল হাসান নির্মিত এই নাটকে অপূর্বকে দেখা যাবে বাড়ির কেয়ারটেকারের চরিত্রে।