সাজেকে বিনা মৌসুমে মেঘ দর্শন
মার্চের শেষের দিকে। হ্যাঁ, আপনার সঙ্গে একমত, তখন মোটেও সাজেক ভ্রমণের উপযুক্ত সময় ছিল না। মানে, যে পেজা তুলোর মতো মেঘ দেখতে চান, সেটা হয়তো পাওয়া যায় না। তবু এই উপত্যকার সৌন্দর্য এতটুকু ম্লান হয় না বছরের ওই সময়টাতেও। সেই মৌসুমে এক ভিন্ন সাজে শোভিত হয় সাজেক। তাই অপেক্ষা না করে তল্পিতল্পা গুছিয়ে চলে গ