সর্বজনীন পেনশন: কত টাকার মাসিক কিস্তিতে কত টাকা মিলবে
চার ধরনের স্কিমের- প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা- আওতায় সর্বজনীন পেনশন কর্মসূচিতে ১৮ থেকে ৫০ বছর বয়সী নাগরিকরা যুক্ত হতে পারবেন। প্রতি মাসে নির্দিষ্ট টাকার কিস্তি জমা দিয়ে মেয়াদ শেষে বাড়তি মুনাফাসহ তা ফেরত পাওয়া যাবে।