সচিব সাংবাদিক ছিঁচকে চোর সবই তিনি
তিনি কখনও সচিব, কখনও বড় সাংবাদিক, কখনও সাংবাদিক নেতা, কখনো আবার পুলিশ কর্মকর্তা। ক্ষমতাবানদের সঙ্গে তাঁর ওঠাবসা। যে কোনো কাজ উদ্ধার করা তাঁর এক আঙ্গুলের কাজ। আর এভাবেই তিনি মানুষের সঙ্গে প্রতারণা করে হাতিয়ে নিয়েছেন অর্থ। ফোন করে হুমকিধামকি দিয়ে টাকাও দাবি করেন। তাঁর আবার ছিঁচকে চুরির অভ্যাসও আছে।