অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না: তারেক রহমানকে কাদের সিদ্দিকী
বিএনপির সমালোচনা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ‘বিএনপি যে পরিমাণ লাফালাফি করতেছে, এদের একজন ইংল্যান্ড থেকেই লাফায়। ভাতিজা তারেক রহমান; অত লাফাইয়ো না, তুমি তো দেশেই আসতে পারবা না। এত লাফাইতেছ কিসের জন্য?’