বাগানে ২৭১ জাতের গাছ ১০ কোটি টাকার ফল বিক্রি
শেরপুরের উদ্যমী যুবক মো. হজরত আলী (৩৭)। সফল ফলচাষি। তার বাগানে ২৭১ জাতের ৫০ হাজার ফলের গাছ রয়েছে। ২০১৯ সালে ১০০ বিঘা জমিতে মাল্টা, কমলা, আঙুর, ড্রাগন, লটকন, পেঁপে, পেয়ারা, লেবু, কুল বড়ই, সৌদি খেজুরসহ ১২টি জাতের ফল চাষ শুরু করেন। এখন ৮০০ বিঘা জমিতে রয়েছে ২৭১ জাতের ফল গাছ। এ বছর ১৪ কোটি টাকার ফল বিক্র