কেন শীতলক্ষ্যায় বারবার দুর্ঘটনা
কোনোভাবেই সুরক্ষিত হচ্ছে না শীতলক্ষ্যা নদীর নৌ চলাচল। একের পর এক দুর্ঘটনা ঘটে যাচ্ছে ব্যস্ততম এই নদীপথে। কোনো কোনো দুর্ঘটনায় অনেক হতাহতের ঘটনাও ঘটছে। অনেকেই চালকদের বেপরোয়াকে দায়ী করছেন এসব দুর্ঘটনার জন্য। কীভাবে শীতলক্ষ্যার নৌপথকে সুরক্ষিত করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নগরবিদেরা।