পাঁচ মাসের শিশুর মাথায় বিরল রোগ ‘হাইড্রোসেফালাস’, অসহায় পরিবার
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরশহরের গুয়াগাও গ্রামের মাত্র পাঁচ মাসের শিশু একটি বিরল রোগ, হাইড্রোসেফালাস (মাথায় পানি জমা)-এ আক্রান্ত হয়েছে। মাথায় অস্বাভাবিকভাবে পানি জমে যাওয়ায় শিশুটির মস্তিষ্কের ওপর তীব্র চাপ সৃষ্টি হচ্ছে, যা তার জীবনের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে ওঠেছে।