নিখোঁজের ৯ দিন পর তরুণের লাশ উদ্ধার
শিবপুরে নিখোঁজের ৯ দিন পর রুবেল ভূঁইয়া (১৮) নামের এক তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার মাছিমপুর ইউনিয়নের মাছিমপুর দক্ষিণপাড়া গ্রামের ইসহাক পণ্ডিতের বাড়ির পাশের ধানখেত থেকে এই লাশ উদ্ধার করা হয়। রুবেল ভূঁইয়া মাছিমপুর গ্রামের বাসিন্দা। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।