নরসিংদীতে হামলার ৪ দিন পর মেকানিকের মৃত্যু, আসামি অধরা
নরসিংদীর শিবপুরে দুর্বৃত্তের হামলায় আহত মোটর মেকানিক মো. ফিরোজ মিয়ার (৫৫) মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় পাঁচদিন পর মারা গেছেন। আজ শনিবার দুপুরে ঢাকার গুলশানের একটি প্রাইভেট হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এর আগে, গত ১২ মার্চ মঙ্গলবার রাতে বাড়ি ফেরার পথে তাঁর ওপর হামলার ঘটনা ঘটে।