Ajker Patrika

নরসিংদীতে বিদ্যালয় মাঠে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১০ জুন ২০২৪, ১৩: ৪৮
নরসিংদীতে বিদ্যালয় মাঠে পড়ে ছিল রক্তাক্ত মরদেহ

নরসিংদীর শিবপুরে আহমদুল কবির (৩৭) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ সোমবার সকালে উপজেলার চক্রধা ইউনিয়নের বাড়ৈগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার রাতের কোনো এক সময় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা পুলিশের। 

নিহত আহমদুল কবির বাড়ৈগাঁও গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। তিনি ছয় মাস ধরে বেকার জীবন যাপন করছিলেন এবং শিল্পকারখানার সাবেক শ্রমিক ছিলেন। 

নিহতের ছোট ভাই মো. লেলিন বলেন, ‘রোববার রাত ১২টার দিকে কয়েকজন এসে আহমদুল কবিরের সঙ্গে কথা বলার পর বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে আজ সোমবার সকাল ৬টার দিকে খবর পাই বাড়ৈগাঁও স্কুল মাঠে আহমদুল কবিরের লাশ পড়ে আছে। পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাঁকে হত্যা করা হয়েছে।’ 

আহমদুল কবির ২০১৪ সালে তাঁর চাচাতো দুই ভাই জালাল ও খোরশেদ আলম হত্যা মামলার সাক্ষী ছিলেন বলেও জানান লেলিন। 

মরদেহের খবর পেয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, কে বা কারা কী কারণে হত্যার ঘটনা ঘটিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

পরপর সংঘর্ষে উড়ে গেল বাসের ছাদ, যাত্রীসহ ৫ কিমি নিয়ে গেলেন চালক

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত