বর্ষার ফুলে রঙিন পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ে
বর্ষা প্রকৃতিতে আনে স্নিগ্ধতা। কখনো মেঘ, কখনো বৃষ্টি। শুকনো ডোবা-নালা, খালের নতুন পানিতে তারুণ্যের গান গায় হলদে ব্যাঙের দল। গাছপালায় আসে সজীবতা। গাছে গাছে আসে নতুন ফুল। বর্ষায় ফুলের গাছে আসা বাহারি রঙের ফুলে রঙিন হয়ে উঠেছে পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ে