আলুবীজ-সারের মূল্য বৃদ্ধি, বিপাকে কৃষক
বগুড়ায় গত বছর যে রোমানা জাতের আলুবীজের দাম ছিল ৪৫ থেকে ৫০ টাকা কেজি, এবার তার দাম বেড়ে দাঁড়িয়েছে ৭৫ থেকে ৮০ টাকা। একই হারে প্রায় দ্বিগুণ দাম বেড়েছে পাকড়ি, কার্ডিনাল, ক্যারেস ও সাদা জাতের আলুবীজের। শুধু যে বীজের দাম বেড়েছে তা নয়, সারের দামও প্রতি বস্তায় বেড়েছে অন্তত ২০০ টাকা। ফলে এবার আলু চাষের খরচ অ